এক কিংবা একক, দৈব
অথবা দৈবাত্ ঘটে যাওয়া
কোন দুর্ঘটনা, দুঃস্বপ্ন নয়;
শ্যেনদৃষ্টির কোন শকুন,
ধূর্ত শেয়াল আর বেহায়া কুকুর
যেমন করে মৃতের গলিত-পচা মাংস
ছিঁড়ে ছিঁড়ে খেয়ে বাঁচে
তেমন করেও নয়, তার চেয়ে বিভত্স কিছু।
হায়েনার দল যেমন করে ফাঁদ পাতে
তেমন করে ফাঁদে পড়ে
কবরে যেন শুয়েছি ইচ্ছেকরে
অনেককালের আগে
তবুও কন্ঠে আমার-
ঐ আজ্রাইলের জয়ধ্বনি,
অনুকম্পার অনুরনন হয়ে বাজে।
কিন্তু, অপার্থিব সুখে ভেসে যাব বলে
আসিনি আমি মেঘের দলে ভিড়ে
তাই অগৌরবের জন্ম আমার
আকন্ঠ যখন ডুবেছে পাপে, চাইনা আর ত্রাণ।
পরিতাপের পরিত্রাণে বিষের গন্ধ পাই।
চিত্কার করে বলি, অন্তত এইবার শোন-
স্বদেশ হায়েনাদের কবলে...
সর্বশেষ এডিট : ১১ ই আগস্ট, ২০১২ রাত ৮:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




