তীব্র বাতাসের দানব প্রমাণ ঝাপটায় অস্থির গাছেরা
হেলে দুলে মাথা নুইয়ে কোনমতে শেকড় পুতে থাকে।
অথচ গাছের চেয়ে কত হীন আমি, শেকড় বিহীন
এই আমার মাথায় পাগলা হা্ওয়ার ঢাক বাজে।
হাওয়ায় ভাসব, হাওয়ায় মিলব, চলে এসো
আমার মতো আছ যারা হাওয়ায় হাওয়ায় সোচ্চার।
বিশাল পাথরের অট্রালিকার নিরাপদ আশ্রয় থেকে
জানালার স্বচ্ছ মজবুত কাচ দিয়ে
মাতাল বাতাসের পাগলামি দেখতে দেখতে হঠাত্
আমার ঐ বাতাসের মত উন্মত্ত হয়ে উঠতে ইচ্ছে করল।
সমস্ত পরজীবি পরগাছা উপড়ে ফেলব, উড়িয়ে
নিয়ে যাব জাহান্নামের অভিশপ্ত ভাগারে- ভাবতেই
রক্তে আমার ঢলের পানির মত স্রোত বয়ে যায়।
দীর্ঘ অথচ হীন, অসহায় অথচ শান্ত মানুষসাগর থেকে
প্রবল এক টর্নেডো হব। সূর্যগ্রাসী রাক্ষসদের খুন করে
দেবতার পায়ে ভোগ দেব; চলো, আজ খুনি হাওয়া হয়ে যাই!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




