যে হৃদয় দিয়ে চিনেছি তোমায়
সে হৃদয় নিঙড়ানো ভালবাসা
দিয়ে যাব আজ। পাই কী না পাই
ভাবি না আর।
হৃদয়ের গহীনে বিষুদ্ধ যে মন,
সেইখানে থাকে যে শুদ্ধতম অনুভূতি,
তার থেকে উত্সারিত শ্রেষ্ঠ আবেগ -
তোমায় দিলাম।
এই আবেগ নির্মোহ, নির্লোভ;
এইখানে আমার কোন দায় নেই,
অধিকার নেই; অধিকারবিহীন
সেই ভালবাসা তোমায় আজ
দিয়ে গেলাম।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




