সেদিন আর একবার গর্জে উঠেছিল মানুষ
কিন্তু কিছু অমানুষ তাদের রাইফেল, কামান
আর ট্যাঙ্কের অহঙ্কার-দম্ভে সবাইকে দমিয়ে
রেখেছিল। তারা হত্যা করল একজন নির্ভিক
সত্ সাহসী পুলিশ অফিসারকে। ভয় দেখাল
আরো অগণিত মানুষকে। ওরা ছিল ষড়যন্ত্রী
নীচ-ভীরু কাপুরুষ; তাইতো একটা নিথর
লাশকেও ওরা ভয় পেয়েছিল, যেমন করে
ভয় পেয়েছিল জীবিত মুজিবকে। ওরা তাই
মুজিব কে হত্যা করল, ওরা তাই মুজিবের
লাশ নিয়ে গেল অজপারাগাঁ -গোপালগনঞ্জের
কোন এক গ্রামে। ওরা কাউকে মৃতের শরীর
দেখতে দেয়নি, ঠিকমত শবের গোছল পর্যন্ত
ওরা হতে দেয়নি, জানাজায় আসতে চাওয়া
লক্ষ মানুষকে ওরা বাঁধা দিয়েছে অস্ত্র উঁচিয়ে।
সেদিন আকাশে সূর্য উঁকি দিতে গিয়েও দেয়নি
সেদিন অঝড়ে ঝড়েছিল বৃষ্টি, আকাশ কেঁদেছিল।
বাঙালী কেঁদেছিল, বাঙলা কেঁদেছিল, আর জল
ধরে রাখতে পারেনি স্বাধীনতা। স্বাধীনতা ধর্ষিত
হল, জাতীয়তাবাদ ধর্ষিত হল, ধর্ষিত হল মহান
সংবিধান। ওরা তাই খুনি, ধর্ষনকারী, ওরা জাতির
কুলাঙ্গার। ওরা নব্য মীরজাফর - ওরা মোশতাক,
জিয়া, ডালিম, ফারুক আর কতগুলো জানোয়ার।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




