অনেকদিন পর খুজেঁ পেলাম জাপান ভ্রমনের কিছু ছবি। জাপানের পার্লামেন্ট ভবন, মিয়জিমা আইল্যান্ড, চেরি ফুল আর হিরোশিমার ছবি। শেয়ার করলাম সবার সাথে...

জাপানের পার্লামেন্ট ভবন।

জাপানের নীল পানির রাজ্য বলে খ্যাত মিয়াজিমা আইল্যান্ড

জাপানের মন ভুলানো চেরি ফুল। দেখতে অনেকটা আমাদের দেশের সোনালো ফুলের মতোন

রাতের হিরোসিমা

হিরোসিমা শহিদ স্তম্ভ। ১৯৪৫ সালের ৬ আগষ্ট এখানে স্মৃতিচারন হয় সেসব দিনগুলোর। আমাদের শহিদ মিনারের মতো এটি তাদের শহিদ মিনার

দুরে দেখা যায় হিরোসিমার বিধ্বস্ত ভবনটি। যেখানে ১৯৪৫ সালে পড়েছিল আনবিক বোমা। ইতিহাসে সংরক্ষনের জন্য ভবনটি স্মারক হিসেবে রেখে দিয়েছে জাপানিরা। এখন হাজার হাজার কবুতর উড়ে। শান্তির এ প্রতিক দিয়ে স্বাগত জানায় পর্যটকদের।
সর্বশেষ এডিট : ০৭ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




