আমাদের ভাঙা সেতুর কাছে নির্জনতা কাব্যময় হলে
অলৌকিক বৃষ্টি নামে অবেলায়
স্মিতহাস্যে রৌদ্রদিন
আড় চোখে দেখে নেয়, তোমার বেড়ে ওঠা
সুন্দর শহর
ক্লাশ ফেরা ক্লান্তির ক্লেদ ঘর্মাক্ত মুখ মুছে
আমার দিকে ফিরে ফিরে চাও -
সুগন্ধি বিলিয়ে যায় দখিনা বাতাস মৃদু সন্ধ্যায়
আমাকে অতিক্রম করে
মেঘ থেকে দূরে
ছায়া থেকে দূরে
অন্ধকার থেকে দূরে ...
ক্রমশ দূর থেকে দূরে চলে যাও।
(প্রকাশিত কবিতা)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




