বোধের সমুদ্রে ভাসি - বোধিভ্রমে ভেসে ভেসে যাই
প্রবল তৃষ্ণায় মরি, সত্য শুধু অন্তলীন পিপাশা-গভীর
এই সত্য জেনে গেছি তাই ...
ধ্যানের জগত থেকে শূন্যে উড়ে যাই
সৌরচুল্লিতে এ হৃদয় পুড়ে পুড়ে ছাই
এই কবি সভা
ঊহুদা বিশেষণে পরিচয়, এতো কিছু নাই।
যাই -
শূন্য থেকে শূন্যে ভেসে যাই
চাঁদের শরীর থেকে পান করি জ্যোৎস্নার মদ
কল্পলোক থেকে তুলে আনি মুঠো মুঠো স্বপ্নের কণা
আমি তো কেউ না - হাতে কিছু নাই
তবুও অর্ঘ্য এই
শব্দে শব্দে ভাঙাগড়া - কল্পনায় হয়ে উঠে রাঙা
শব্দের নদীতে আমি এক মুগ্ধ মাছরাঙা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




