শোক
চারদিকে শুধুই দীর্ঘশ্বাস
বাতাসে ভর করে আছে ১৫ই আগস্টের শোক
শোকের পাথরে টুকে টুকে পিতা ভেঙ্গে যায় বুকৰ।
খুনি
শোকের নদীতে আছে ভালবাসা বুকের নদীতে বিদ্যুৎ
আমি খুনি হতে চাই পিতা
একবার বলে দাও বলে দাও হে দেবদূত।
দ্রোহ
চিত্ত লোকে আনন্দ নেই সৃষ্টিশূণ্য
অন্তরে দ্রোহ অন্তরে বিষ
মুজিব নামেই যেন জ্বলে অর্হনিষ।
কুপুত্র
পিতৃত্বকে অস্বীকার করে মাতাকে করে অবিশ্বাস
এমন কুপুত্র জন্ম দিলি মা সেই কিনা করে
তোর সর্বনাশ
সর্বশেষ এডিট : ১৬ ই আগস্ট, ২০০৯ রাত ৩:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




