উদাসী দুপুর চলে যায় যাবেই তো
চলমান রোদ কখনো কি থমকে দাঁড়ায়
হাওয়ার গতি বড়ই দ্রুত
হিমেল পরষ ছুঁয়ে ভালবাসা জানায়
পায়রারা ঠোঁট ঘষে ঠোঁটে
কবিতার মতো তোমার অমলিন মুখখানি
স্মৃতির কপাট খুলে উঁকি দেয় বুকে
স্মৃতির মিনার যেন-
ওই সবুজ বাড়ীর সিমানা ঘিরে
স্বর্গের সুষমা আসে
আলো আর আধাঁর খেলে যায়
বুকের গহীনে
স্বর্গ থেকে শব্দ আসে তোমার স্তুতিতে প্রিয়া।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




