পরমাত্মার কবি আহমদ ময়েজ
রোদ্রদাহে দীর্ঘপথ হাঁটি ক্লান্তিহীন
কখনও বসে পড়ি মরুময় ধূ ধূ বালুকায়
কখনও দুর্বাঘাসের কুসুম-কোমল বিছানায়
কখনও উর্বরা ফসলি জমির আলে।
সুরমার তীর ঘেষে একতারা হাতে
দিগন্তে গিয়েছে মিশে যে বাউল, আমি তার নিয়েছি পিছু
কখনও টেমসের কল্লোল ধ্বনি কর্ণ-কুহরে তুলে
ওয়েস্টফেরি রোড ধরে হেঁটে হেঁটে চলে আসি ব্রিকলেন
খরদাহ তৃষ্ণার কালে তুমি যে সুপ্রিয় জল
ছায়াবান-বৃক্ষ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




