আগের ধারাবাহিকতায়...
বলে নেই একজনের কথা(সম্মান), যার নাম রনি রাজশাহী সাহেব । একজন উদীয়মান ব্লগার ।
কেন বললাম? বললাম তার সামু ব্লগীয় ইতিহাস নিয়ে মাথা ঘামানো নিয়ে, সামুর পুরনো ব্লগিং ব্যক্তিদের তুলে ধরা নিয়ে । যদিও আমি তেমন কোন যাচাই বাছাই করতে চাচ্ছিলাম না, যে কারা সবচেয়ে বেশি ছক্কা (হিট) মেরেছেন আর কারাইবা পোষ্টাতে পোষ্টাতে হাজার রান পার করেছেন ।
তবুও ব্লগীয় বর্তমান সদস্যরা জানতে চায় বা জানাতে চায় অমুক হিটার তমুক পোষ্টার ।ইমরান হাসান সাহেব একজন প্রোগ্রামার এবং সামুর সদস্য ।(সামুর ডেভলপে জড়িত সকল সদস্যকে আমি ব্লগার মনে করি না
--
হীরক লস্কর সাহেব যাকে আমি অনেক মিস করি ।
--
অপ বাক সাহেব সামু ব্লগের আরেক মধ্য মণি । যার লেখার ভাষা ব্লগ কাপিয়েছেন অনেকবার । তিনি আজও ব্লগে উকি ঝুকি মারেন, পোষ্ট করেন । হয়ত তার পোষ্টে নাস্তিকতার ছাপ আছে । তবে হয়ত তিনি তার দৃষ্টিকোণ থেকে খন্ডন করার চেষ্টা করেছেন ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে । তার পোষ্ট পড়ুন, বুঝুন, জানুন, খন্ডন করুন ।
--
হাবিবমহাজন সাহেব একজন গোড়া জামাত বিরোধী ব্লগার । যদিও ২০০৬ এর পর আর তাকে পোষ্টাতে দেখা যায় নি । তবে মাঝে মাঝে আমার পোষ্টে হাসি দিতেন ।
ব্লগীয় জামাত বিরোধী পোষ্ট মনে হয় তিনিই প্রথম করেছেন ।
--
শাহজাহান সিরাজ সাহেব দীর্ঘ সময়ে ব্লগে নিয়মিত যুক্ত থেকেও খুব কম পোষ্টই করেছেন । ০১ লা নভেম্বর, ২০০৯ রাত ১:০৭ তার ছিল শেষ পোষ্ট । এক সময় ব্লগে জার্মান ভাষা নিয়ে একটু সিরিজ ভিত্তিক শিক্ষা পর্ব চালু করেছিলাম তাতে তিনি একজন সক্রিয় সদস্য ছিলেন । একসময় তা বন্ধ করে দেই । সেই হীরক লস্কর সাহেবের মতই
। নিজেরও ব্যক্তি জীবন আছে তাতেই কুলাচ্ছে না আবার ভাষা শিক্ষা । তবুও চেষ্টা করব যদি আবার চালু করতে পারি ।
* পোস্ট করেছেন: ১১টি
* মন্তব্য করেছেন: ৩৯টি
* মন্তব্য পেয়েছেন: ৩৯টি
* ব্লগ লিখেছেন: ৪ বছর ৩ মাস
* ব্লগটি মোট ২৮৫৮ বার দেখা হয়েছে
--
অমি রহমান পিয়াল সাহেব , যিনি স্বাধীনতার পতাকা হাতে সব সময়ই ব্লগকে উদ্ভাসিত করে রাখেন । তার ব্যবহারে গোড়া জাতীয়তাবাদী লক্ষ্য করা যায় । জাতীয়তাবাদী বলতে বিএনপি বুঝাচ্ছিনা, বুঝাচ্ছি Patriotism . যদিও তার লেখায় আওয়ামী পন্থীর গন্ধ পাওয়া যায় এবং সেই সাথে ব্লগে রাজাকার বিরোধী আন্দোলনের একনিষ্ঠ সদস্য(যদিও ব্লগে কোন রাজাকার নাই
--
আপন তারিক সাহেব যার সাথে প্রায়ই চিট চ্যাট হত ।
তখনকার সময় ব্লগে দাড়ুন আড্ডা হত, অনেক কথা হত । ব্লগীয় চিট চ্যাট দাড়ুনই লাগে মানে একসময় লাগত ।--
আরেকজন হিমু সাহেব, যার ব্লগ পড়ে কিছুটা মজা পাওয়া যাবে । যদিও তিনি আর নিয়মিত হন নাই বছরখানেক । শুনেছি তিনি নাকি সচলের ব্লগার হয়েছেন(উতস এই ব্লগের মন্তব্য ৪)। তো সামুর প্রতি তার উদাসীন্যতা কেন? ঝাতি জানতে চায়?
এই পোষ্ট আপডেট হবে না । তবে ধারাবাহিকতা বজায় রেখে পোষ্টান হবে । আর আগের পোষ্টে সব গুলো জমায়িত করা হবে ।
সর্বশেষ এডিট : ২৮ শে এপ্রিল, ২০১০ রাত ১:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




