অনেক দিন থেকেই অফ লাইনে সামু পড়ি। কখনো লিখিনি। কি লিখবো, কি লিখবো... করে করে এই কবিতা টি তুলে দিলাম। জানিনা সারা বিশ্বের বাংগালী ভাই-বোনে দের কেমন লাগবে?
একুশে ফেব্রুয়ারী উপলক্ষে ভার্সিটি জীবনে "একুশ" দেয়াল পত্রিকাই লিখেছিলাম।
প্রিয় বর্নমালা
এক গুচ্ছ গোলাপ হাতে শিশির ভেজা পথে
আমি চলেছি প্রভাত ফেরিতে শহীদ মিনারের পাদদেশে
আজ অমর একুশ
আমার প্রিয় বর্নমালার বিজয়ের দিন
অ,আ,ক,খ...প্রতিটি বর্ন
যেন বুকের রক্ত দিয়ে গেঁথে দেওয়া হয়েছে আমার হ্রদয়ে
বুকের রক্তে লেখা সেই বর্নমালার জন্য
আজ আমি এনেছি একুশের কিছু ফানুস
যে কিশোর-যুবক দাঁড়িয়েছিলো মিছিলে ভাষার রক্ষার্থে
তাদের স্বপ্ন আজ আলোড়িত হয় আমার রন্ধ্রে রন্ধে
সেইসব শহীদদের জানাই এ বুকের সমস্ত শ্রদ্ধাঞ্জলী......
শোষকের গুলিতে প্রান দিয়েছিল যে তরুন
তার আত্মায় আজ উচ্চারিত হয় একুশের বিজয় গান
যে মা তার সন্তানের জন্য করেছিলো অপেক্ষা
তার চোখের পানিকে গৌরবোজ্জল করেছে একুশের দীক্ষা
আজ বাংলায় জেগে উঠেছে কিছু হানাদার শকুন
চুপিচুপি শুনতে পাই, তারা নাকি
আমাদের অস্তিত্তে মুছে দিতে চায় প্রিয় বর্নমালার রং
এসো আজ শপথ নিই,
ফাগুনের এই গৌরবান্বিত দিনে
দূর হয়ে যাক ঐ সব কূচক্রীর দল
জেগে উঠুক প্রিয় বর্নমালা বাংলা, জেগে উঠুক একুশ..................

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




