
সারাদিন UberEats করলাম। একেবারে ক্লান্ত। আমার UberEats করার একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি লাইক করবেন। ভাবলাম আজ সিনেমা রিভিউ না করে একটা টিভি সিরিজ নিয়ে রিভিউ করি।
Candy টিভি সিরিজটা কিছুদিন আগে দেখানো শুরু করেছে যা দেখা যাবে Hulu-তে। যাদের Hulu আছে তারা এই টিভি সিরিজটা দেখবেন, বেশ ভালো লাগবে। আর বাংলাদেশে যারা থাকেন তাদেরতো আর টাকা দিয়ে Hulu কেনা লাগেনা, কিছুদিন পর টরেন্টেই নামায় দেখতে পারবেন।
Candy সিরিজটা কোনো চকলেট ক্যান্ডিকে নিয়ে না। একজন মানুষের নাম Candy। এটি ৫ পর্বের একটি মিনি সিরিজ আর Candy-র চরিত্রে দুর্দান্ত অভিনয় করেছে Jessica Biel। তার অভিনয়টা ছিল একেবারে চমৎকার। তার অভিনীত বেশ কয়েকটা সিনেমা এর আগেও দেখেছি যদিও গত কয়েক বছর ধরে তাকে কোনো সিনেমায় দেখা যায়নি, তবে তার অভিনয় বেশ ভালই।

আমি আগেই বলে দিচ্ছি অবশ্যই ছোট বাচ্চাদের নিয়ে Candy সিরিজ দেখবেননা। কারণ এই টিভি সিরিজটি নৃশংস এক খুনের কাহীনি নিয়ে নির্মিত। Candy-র এক ছোট্ট সংসার। তার ছেলে-মেয়ে আছে, স্বামীও ভালো চাকুরী করে, এতো কিছুর পরেও সে এক পরকীয়া প্রেমে জড়িয়ে যায়। যে লোকের সাথে তার পরিচয় হয় সেই লোকের স্ত্রীকে Candy নৃশংসভাবে কুড়াল দিয়ে ৪১ বার কুপিয়ে কুপিয়ে খুন করে। তাই বললাম এটি বাচ্চাদের নিয়ে দেখবেন না।
একেকটা পর্ব একেক ধরনের সাসপেন্স তৈরী করবে যেটা আমার কাছে বেশ ভালো লেগেছে। সবাই এক পর্যায়ে Candy-কে সন্দেহ করতে থাকে এবং শেষমেষ তাকে আদালতের কাঠগোড়ায় আসামী হয়ে দাঁড়াতে হয়। জুরি বোর্ডের সদস্যরা শেষে যে রায় দেয় তা একদিক দিয়ে ছিল যেমন হাস্যকর তেমনি ছিল হতবাক করার মতো একটি ঘটনা। শেষে কি হয় তা আর বলছি না, আপনারাই দেখবেন।
আমার কাছে চমৎকার লেগেছে সিরিজটি। মাত্র ৫ পর্বের এই টিভি সিরিজ দেখে ফেলতে পারেন। আমি ৯/১০ দেব।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


