বিদ্যুৎ অথবা অন্য যে কোন সমস্যা এলেই তা 'বিগত সরকারের' ব্যর্থতা বলে প্রচার করে সরকার। বর্তমান আওয়ামীলীগ বলেন আর বিগত বিএনপি সরকার বলেন, সবাই এ কাজ করেছে। আসলে দোষ বা ব্যর্থতা কাদের তা জনগন বুঝলেও কখনো তারা বুঝার চেষ্টা করেননি।
বুঝার দরকার ও নেই। রাস্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, বিরোধীদলীয় নেত্রীসহ সকল ভিআইপির জন্য রয়েছে আলাদা ভিআইপি বিদ্যুৎ লাইন। ওদেরকে লোডশেডিং এ রাখার চিন্তা আমরা কখনো করি না। আমরা এতটা কঠোর হয়নি। শুধু এক সপ্তাহ যদি ওদের বাসা ও অফিসের এসি/ফ্রিজটা বন্ধ রাখা যায়, তাহলে মনে হয় তারা বুঝতে পারবেন আমরা সাধারণ মানুষ কত কষ্টে আছি। তখন হয়তো বুঝবেন, আইজউদ্দিন কাহাকে বলে!
সর্বশেষ এডিট : ২২ শে এপ্রিল, ২০০৯ রাত ১০:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




