
আমরা কম বেশি সবাই Windows Media Player ব্যবহার করি। মনে করুন আপনি মিডিয়া প্লেয়ারে গান শুনছেন, গানের সাথে সাথে যদি গানের Lyrics দেখায় তখন কেমন লাগবে আপনার। মনে হয় না খারাপ লাগবে

। আমার মনে হয় সবার ভালোই লাগবে(যেমন আমার লাগে)। আমি আজ আপনাদেরকে এমন একটা ফ্রী সফটওয়্যারের খবর দেব যা ডাউনলোড করে রাখলে আপনি গানের সাথে Lyrics দেখতে পারবেন। তবে হ্যাঁ অনেক গানের Lyrics দেখাতে এটি সক্ষম নয়। কারন এই সফটওয়্যারটি এখনো পুরোপুরি ভাবে কাজ শেষ হয়নি। আরো সময় লাগবে। আমি করে দেখেছি ইন্টারনেট থেকে ডাউনলোড করা ইংলিশ গানের Lyrics অনেক গানের দেখায় আবার অনেক গানের দেখায় না। সবচেয়ে মজার ব্যপার হল আপনি নিজেই গানের Lyrics এড করতে পারবেন

। ভাবছেন কি ভাবে, আমি বলে দিচ্ছি। সফটওয়্যারটি ডাউনলোড করার পরে Lyrics না দেখা গেলে। এই ৩টা অপশন দেখতে পাবেন [ Edit ] [ Search Google ] [ Configure ]
* Edit----এ গিয়ে Notepad এ গানের Lyrics লিখে কপি করে পেস্ট করে দিলেই আপনাকে পরবর্তীতে সময় থেকে গানের Lyrics দেখাবে।
* Search Google----এর মাধ্যমে গুগল থেকে গানের Lyrics খুজে বের করতে পারবেন.
* Configure--- এর মাধ্যমে ফ্রন্ট এস্টাইল,কালার, ফ্রন্টকে বড চোট করতে পারবেন.
এটি Winamp এ ও কাজ করবে। আর সফটওয়্যারটি ডাউনলোড সময় নিবে মাত্র ১ মিনিট। ডাউনলোড করবেন এই
লিংক থেকে।