আমি বলছিনা ভালোবাসতেই হবে, আমি চাই
কেউ একজন আমার জন্য অপেক্ষা করুক,
শুধু ঘরের ভেতর থেকে দরোজা খুলে দেবার জন্য।
বাইরে থেকে দরজা খুলতে খুলতে আমি এখন ক্লান্ত।
আমি বলছিনা ভালোবাসতেই হবে, আমি চাই
কেউ আমাকে খেতে দিক। আমি হাত পাখা নিয়ে
কাউকে আমার পাশে বসে থাকতে বলছিনা,
আমি জানি এই ইলেকট্রিকের যুগ নারীকে মুক্তি
দিয়েছে স্বামী সেবার দায় থেকে। আমি চাই কেউ
একজন জিজ্ঞাস করুক; আমার জল লাগবে কিনা
নুন লাগবে কিনা। এঁটো বাসন, গেঞ্জি-রুমাল আমি
নিজেই ধুতে পারি।
সর্বশেষ এডিট : ১৩ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




