বাংলা ভাষায় দুইটা অতি পরিচিত আধ্যাতিক শব্দ হচ্ছে মাওলা ও দরবেশ। মাওলা শব্দটার অর্থ প্রভু বা সৃষ্টিকর্তা আর দরবেশ মানে কারেশম্যাটিক আধ্যাতিক নেতা। যা কিনা ক্রম হিসেবে তৃতীয় পর্যায়ে প্রভু>সরাসরি প্রতিনিধি (নবী/রসুল)> বিশেষ প্রতিনিধি (ওলী আওলিয়া) >সবশেষ দরবেশ।
মুল কথায় আসি আজ বাংলার নব্য প্রভু গোলাম মাওলার উপর নাখোশ হয়ে তার দুর্নীতির খোজ নিতে গিয়েছিল দরবেশ বাবার অধীনস্ত দুই চাকর। অথচ দরবেশ নিজেই প্রভুর তৃতীয় শ্রেনীর ভৃত্য মাত্র।( বুঝেন অবস্থা প্রভুর উপর মাতবরি কত বড় সাহস।) প্রভু দেরী না করে তার অবস্থান বুঝিয়ে দিলেন। লাথি, ঘুষি, চটকানা, লাঠিপেটা করে প্রভু তার অবস্থান বুঝিয়ে দিলেন। যা কিনা প্রপ্যই ছিল। চোর ডাকাতের ঘরে চাকুরী করে প্রভুর ওপর ছড়ি ঘুড়াবা তাতো হয় না।
বেশ কিছু দিন আগে ওবায়দুল কাদের তার হেডম দেখিয়েছেন তার বিআরটিসি আর কর্মকর্তকে থাপ্পড় দিয়ে। কিছু দিন আগে দেখলাম খুলনা সিটির সাবেক মেয়র খলেক জুতার ভিতর ফরমালিন দেয়ার জন্যে এক ফুটপাত দোকানিকে গালীগালাজ করে গালে থাপ্পর বসিয়ে দিলেন। আজ গোলাম মাওলা রনি তার দুর্নীতির অনুসন্ধানী রিপোর্ট করতে আসা দুই সাংবাদিকে দোলাই দিলেন। রনির অভিযোগ তাকে হয়রানী ও তাকে হেয় জন্যেই ঐ রিপোর্ট তৈরি করা হচ্ছিল। তার মতে বেশ কিছুদিন তিনি দরবেশ বাবার ডাকাতি নিয়ে সমালোচনা করার জন্যে দরবেশ বাবা তার পিছু নিয়েছে।
আমার বন্ধু মহল সবাই খুশি যাক একখান প্রতিবাদি মানুষ পাওয়া গেল। বলি দেশের ভিআইপি জন প্রতি নিধিরা যদি এভাবে আই নিজের হাতে তুলে নেন তবে আইন আদালতের প্রয়োজন কি? রনির গুন্ডমীর অপকর্মের বৈধতা দিতে আজ যারা দরবেশ বাবা ডাকাতির প্রসঙ্গটা আনছেন তারা প্রভুকে জানতে এখান থেকে ঘুরে আসতে পারেন। প্রভু সংবাদিক মেরে দুর্নীতির খবর ডাকা যায় না।
ওহ্ হ্যা আজ যদি সালমান রহমানের উপর একই ভাবে কিল ঘুষি দেওয়া হত আমার বলার ছিল না। পাড়লে দুই ডাকাতের কুস্তি দেখে হাত তালী দিয়ে উৎসাহিত করতাম।
মুনিবের শাস্থি যদি চাকরকে দিতে চান তবে বলতে চাই আপনার মুনিব সম্পরকে জানেন তো? সমকাল, চ্যালেন২৪=একে আজাদ, খালের কন্ঠ, সান, বাংলাদেশ প্রতিদিন = সোবাহান, ইন্ডিয়ার আলো, স্টার= লতিফুর, জগন্য কন্ঠ= আতিকউল্লাহ, সময়= বাটতলার টাকলু, মোহনা= কামু মজুমদার ইত্যাদি ইত্যাদি।
শেষ করতে চাই এই বলে "আইন নিজের হাতে তুলে নেবেন না"।
সর্বশেষ এডিট : ২০ শে জুলাই, ২০১৩ রাত ১০:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



