এম এইচ রবিন : দেশে শান্তিপূর্ণ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের বিষয়ে ্েকানো দেশের বিরোধীতা আসেনি। আন্তর্জাতিক আনবিক সংস্থার অনুমোদন নিয়েই পাবনার রূপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের দিকে এগুচ্ছে সরকার। রোববার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়মিত সংবাদ বিফ্রিংএ পররাষ্ট্র সচিব মোহাম্মদ মিজারুল কায়েস এ কথা জানিয়েছেন।
অ্যামেনেস্টি ইন্টারন্যাশল কর্তৃক প্রকাশিত বাংলাদেশে বিচার বহি:ভূত হত্যাকান্ডের ঘটনা ঘটছে এমন রিপোটের ব্যাপারে জানতে চাইলে পররাষ্ট্র সচিব সাংবাদিকদের বলেন, বাংলাদেশ ‘জিরো ট্রলারেন্স‘র দেশ। দেশে কোন ধরনের অপরাধ হলে সরকার তা দমন করতে বদ্ধ পরিকর। আর মানবাধিকার রার েেত্র সরকারের সতর্ক দৃষ্টি রয়েছে। কিন্তু তারপরও যে ফাঁকে এসব ঘটনা ঘটছে না তা বলা যাবেনা, কারণ অপরাধ ও সন্ত্রাসের কোন ধরনের ব্যাকরণিক ব্যাখ্যা নেই। তিনি বলেন, অ্যামেনেস্টি ইন্টারন্যাশনাল একটি প্রতিথ যশা সংগঠন। তারা জরিপ কার্যক্রম পরিচালনা করে তাদের রিপোর্ট প্রকাশ করতেই পারে। রিপোর্টের মতামতটি একান্তই সংগঠনটির নিজস্ব। তবে প্রকাশিত রিপোর্ট সরকার পরীা-নিরীা করছে।
ব্র্হ্মপুত্র নদীর উপর ভারত বাঁধ দেয়ার চিন্তা করছে এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র সচিব বলেন, বিষয়টি বাংলাদেশও পর্যবেণ করছে। এতে বাংলাদেশের তি হবে কি না কিংবা চীন বিষয়টি কিভাবে নিচ্ছে এসব জেনেই প্রয়োজনীয় পদপে নেয়া হবে।
বাংলাদেশে ভারতীয় স্কাই মার্শাল কবে আসছে জানতে চাইলে জবাবে পররাষ্ট্র সচিব বলেন, এ ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি।
এছাড়া তেল-গ্যাস উত্তোলণে রাশিয়া বাংলাদেশকে সহযোগিতার পাশাপপাশি ৭৯টি পুরাতন গ্যাস কুপ খননের আশ্বাস দিয়েছে বলেও জানান পররাষ্ট্র সচিব।
সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিব ১৬ তম সার্ক শীর্ষ সম্মেলন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মালয়েশিয়া, দণি কোরিয়া সফর এবং পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনির রাশিয়া সফরের বিষয়ে বাংলাদেশর অবস্থান স্পষ্ট করেন এবং সফরে যাওয়া দেশের সাথে দ্বিপাকি সম্পর্ক উন্নয়নসহ বাণিজ্য ও বিনিয়োগ সংক্রান্ত কয়েকটি চুক্তি স্বারিত চুক্তির হয়েছে বলে জানান। থিম্পু সার্ক শীর্ষ সম্মেলনে দণি এশিয়ার দেশগুলোর মধ্যে সম্পর্কের উন্নয়ন ঘটেছে এবং ভবিষ্যতে দণি এশিয়ার দেশগুলোকে নিয়ে বৃহত্তর বলয়ে দণি এশিয়া ফোরাম গঠনের চেষ্টা করা হবে বলেও জানান তিনি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




