ঢাকা, ২৪ জুন (এম এইচ রবিন): রাজধানী ঢাকায় ট্রাফিক ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে ২০ বছরের পুরনো যানবাহন চলাচল বন্ধের সিদ্ধান্ত কার্যকর করতে আগামী ১৫ জুলাই থেকে অভিযান শুরুর সিদ্ধান্ত নেয়া হয়েছে। গত ২৭ এপ্রিল ২০ বছরের পুরনো গাড়ি ও ২৫ বছরের পুরনো পণ্যবাহী গাড়ি ঢাকা মহানগরী এলাকার রাস্তায় নিষিদ্ধ করে সরকার। একইসঙ্গে ঢাকা মহানগরীতে ট্রাক চলাচলের নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে রাত
১২টা থেকে ভোর ৫টা পর্যন্ত। সচিবালয়ে বুধবার যোগাযোগ মন্ত্রণালয়ে এক আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। মন্ত্রী সৈয়দ আবুল হোসেনের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন সড়ক ও রেলপথ বিভাগের সচিব মো. মোজাম্মেল হক খান, বিআরটিএ চেয়ারম্যান মো. আইয়ুবুর রহমান, বিআরটিসি চেয়ারম্যান এমএম ইকবাল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. শওকত মোস্তফা, নৌ পরিবহন মন্ত্রণালয়ের যুগ্ন সচিব মো. আলাউদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক আবু হেনা মোর্শেদ জামান, বিটিসিবি-এর নির্বাহি পরিচালক ড. সালাউদ্দিন, রাজউকের সদস্য (উন্নয়ন) মাহবুবুল আলম, বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ।
বৈঠক শেষে যোগাযোগমন্ত্রী সাংবাদিকদের জানান, যানবাহনের ফিটনেস পরীক্ষায় আগামী ১৫ জুলাই থেকে ঢাকা মহানগরীর বিভিন্ন পয়েন্টে মোবাইল কোট বসানো হবে। ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এসব মোবাইল কোর্ট পরিচালিত হবে বলেও জানান তিনি।
রাজধানীতে ২০ বছরের পুরনো ১৪৪৬টি ম্যানুয়্যাল বাস, ২৩৬৫টি মিনিবাস ও ২৫ বছরের পুরনো ৮১২৫টি ম্যানুয়্যাল ট্রাক এবং ১৮৪২টি ভ্যান রয়েছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




