যখনই কোনো মেয়েকে দেখতাম আগে......লজ্জা লাগে.........ব্যাপক উলটাপালটা চিন্তা মাথায় ঘুরত সারাদিন। আজব আজব আউল ফাউল চিন্তা ............ বয়সের দোষ।
কিন্তু এই দোষটা খুব ন্যাচারাল ধরে এমন এক লেভেল এ চলে যায় মানুষ যে একসময় তার কাছের অনেককেও সে আর স্বাভাবিক চোখে দেখতে পারতে গিয়ে ব্যর্থ হয়। কারণ আমরা যতই বলি ............তোমাকে ছাড়া আমি বাচব না......সারা জীবন তোমাকে নিয়ে কাটাবো......হেন তেন মেয়েদেরকে পুরুষরা সাধারণত বেড পার্টনার হিসেবেই প্রথমে চোখে দেখে। স্বভাবিক সৌন্দর্যকে সবাই সরলভাবে প্রথমে এইভাবেই define করে......in general.
girlfriend ওয়ার্ডটার মধ্য দিয়ে নিজের জীবনসঙ্গীর পুরো মর্মটা বোঝা যায়না।
খুবই chip একটা শব্দ লাগে এইটা আমার কাছে যখন কেউ তার predicted future life-partner কে এই ওয়ার্ডটা দিয়ে কারো সামনে পরিচয় করিয়ে দেয়। তার থেকে বাংলা বান্ধবী শব্দটা অনেক respect show করে আমার কাছে। মায়াময় একটা ব্যাপার আছে শব্দটার উপর। "Friend" word is enough for both gender from my perspective in case of friendship.
আমি যখন প্রথম একজনের প্রতি দুর্বল হই তাকে দেখলাম or তাকে নিয়ে চিন্তা করার ব্যাপারটা ছিলো এরকম--
১। ইশ কি জিনিষরে বাপ !!!!!!!!
২।শালা এইটারে পাইলে জীবনটা ফানা ফানা হইয়া যাইত...(সরি for odd words)
৩।বিছানায় এমনে ফালাইয়া............(বাকিটা বুঝে নেন .........)
৪।ঠোটদুইটা মনে হয় চু.........(এইটাও ভাই লিখতে পারব না)
৫।...X এ যেরকম দেখি ওই স্টামিনা তো দেখাতেই হবে......৩...৪ বার এর নিচে হবেই না।
৬।সারাদিন এই নিয়েই পরে থাকব.........
লজ্জা.........লজ্জা............লজ্জা লাগে এখন তা ভাবতে.........এমন না তাকে পেয়ে গেছি আমি অথবা আর তাকে ভালো লাগেনা.........but i can feel i truly love her now. যাকে ভালবাসি তাকে নিয়ে আর ফাউল চিন্তা করতে ভালো লাগেনা.........কারণ এই চিন্তা করলেই আমার মনে হয় একই জিনিষ আরও কেউ তাকে নিয়ে করছে এই মুহুর্তে, মেজাজ খারাপ হয়ে যায়............এখন মাথায় আসে ............
১। আহ্ কিছুনা, যদি হাতটা ধরে একটু বসে থাকতে পারতাম শুধু।
২। জাস্ট দুজনে পাশাপাশি শুয়ে তাকিয়ে থাকতাম একজন আরেকজনের দিকে।
৩। জড়িয়ে ধরে বসে থাকতাম সারাক্ষণ তাকে।
৪। হাত ধরে হাটতাম অনেকটা সময়।
৫। যদি কোনো ফ্যামিলি প্রব্লেম না থাকত আমাদের.........থাকতাম একসাথে সবাই।
৬। সাতার না জানলেও ঝাঁপাতাম তাকে বাচাতে যদি হঠাত শিখে তাকে তুলে ফেলি এই আশায়।
৭। কিস করতাম for just love not out of sex.
খুবই কমন কথা উপরেরগুলো......কিন্তু ভাবলে পাবেন নিজেরাও আমরা এই দুই ধরণের চিন্তার মাঝে ঘুরপাক খাই। প্রথমে হয়তবা বাজে চিন্তাই আসবে স্বাভাবিক কিন্তু তা যদি আজীবনই এতে সীমাবদ্ধ থাকে তাহলে আর আমরা তাদের অনার করতে পারবনা।
Friendship, বাস্তবতা আমার কাছে বলে ছেলে আর মেয়েতে এই দৃষ্টিটা খুব বেশিদিন থাকেনা। প্রথমে থাকে চাহিদার দৃষ্টি, পরে থাকে ফ্রেন্ডশিপ (যদি হয় আরকি), তার পরেরটাই হচ্ছে ঝামেলা ________ হয় শয্যাসঙ্গী নাহয় সত্যিকারভাবে জীবনসঙ্গী। উপরে ফ্রেন্ডশিপ থাকলেও ভেতরে এই দুইটার বেড়াজালে দোল খায় অধিকাংশই। দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে দ্বিতীয়টায় শ্রদ্ধা থাকে___ প্রথমটায় থাকেনা।
প্রডাক্ট হিসেবে না দেখে মানুষের মত দেখব তাদের তখনি যখন তাদের দেখতে পারব জীবনসঙ্গীর মত শয্যাশঙ্গী না। যদি খুজেই বেড়াতে হয় মনের মানুষ খুজব লাইফপার্টনার নট বেডপার্টনার।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




