তাঁর জন্মদিনে
০৩ রা মার্চ, ২০০৮ রাত ৯:১২
প্রিয় বন্ধুরা কিছুদিন আগেও আমি একজন পাঠকমাত্র ছিলাম আর আজ লেখক মন্তব্যকারী এবং ব্লগার! আমি যে কারণে ব্লগের প্রতি আকৃষ্ট হয়েছি সেটি হলো এই সাইটে সবধরণের লেখা-ফুটেজ পাওয়া যায়। অনেক জরুরি জরুরি সব বিষয়ও এখানে পাওয়া যায়। কদ্দিন আগে একটি লেখা পড়লাম, আমাদের নবী মুহম্মদ সঃ এর ভালোবাসা নিয়ে, লেখাটি পড়ে আমার চোখে পানি চলে এসেছে। ইংরেজিতে অনূদিত চমৎকার সেই হাদিসগুলো পড়েই আমি সিদ্ধান্ত নিয়েছি ব্লগ শুধু গালাগালের যায়গা নয়। এখানে ভালো অনেক কিছু আছে। অতএব আমিও এতে জয়েন করে নিজের জ্ঞানের পরিধি বাড়িয়ে তুলবো। কোনো এক কারণে বর্তমানে আমার পড়ালেখা বন্ধ। অনেক কিছুই জানতে পারি না। আশা করি ব্লগ আমাকে সেই হেল্প করবে।
আগামী ৯মার্চ থেকে শুরু হচ্ছে পবিত্র মাহে রবিউল আউয়াল মাস। এ মাসের ১২ তারিখে নবী মুহম্মদসঃ এর জন্ম। যিনি যমদূতের সাক্ষাতেও কেবল ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে কেঁদেছেন। এমন মানুষ মিলবে না আর এ ধরাতেপে
যে ছিল আপন গরিবের..
আপনারা যাঁরা এই ওয়াদা করেছেন লাইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ' এই মাসে তারা শুধু স্বাধীনতা নিয়ে রাজনীতি না করে এই মহাত্মাকে নিয়ে কিছু লিখুন। যিনি আপনাদের একমাত্র সুপারিশকারী। যার সুপারিশ ছাড়া এক কদমও আগে বাড়াতে পারবেন না, আপনার পা।
আপনাদের যে কোনও লেখা, ছবি, তথ্য দয়াকরে আমার ইমেইলে পাঠিয়ে দিলে কৃতজ্ঞ থাকব। আমার একটি বড় প্ল্যান আছে। এখনি সবটা বলতে চাই না। হতেপারে আপনার পরিশ্রমের যথার্থ স্বার্থকতা।
[email protected]

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



