দুই বন্ধু ধানমন্ডী লেকের ওপারে রাস্তা দিয়ে যাওয়ার সময় এক জন বাথরুমের প্রয়োজনীয়তা অনুভব করল এবং লেকের ধারে একটি গাছের কাছে গেল। অন্য জনও ভাবল তার কাজটাও এখানেই সেরে ফেলা যায়, এবং সেই গাছের দিকে এগুলো। এটা দেখে প্রথম বন্ধু সরে অন্য একটা গাছের দিকে গেল।
দ্বিতীয় বন্ধু বলল, 'কি ব্যাপার'? তখন প্রথম বন্ধু বলল, 'তুই চার্চিল আর এটলির গল্পটা জানিস না?'
ছাত্র লীগের নেতা দ্বিতীয় বন্ধু বলল, 'না তো। এটলি কে?'
- আরে, দ্বিতীয় বিশ্ব যুদ্ধের শেষে ভারত বিভাগের আগে ইংল্যান্ডের নির্বাচনে কঞ্জারভেটিভ পার্টির চার্চিল হেরে গেল আর সমাজতন্ত্রবাদী লেবারের নেতা এটলি জিতে গিয়ে প্রধান মন্ত্রী হয়েছিল।
- তো?
- একদিন পার্লামেন্টে চার্চিল রেস্টরুমে দেখল তার পাশে এটলি এসে দাঁড়িয়েছে। তক্ষুণি সব চেয়ে দূরের অবস্থানে গিয়ে নিজের প্রাকৃতিক কাজ করতে গেল। এটলি বলল, ' কি ব্যাপার, আজ দূরে দূরে যে?' চার্চিল বলল, 'ভয়ে, তুমি তো বড় কিছু দেখলেই তার জাতীয়করণ করে ফেল।'
- তো?
- ব্যাটা, তুই ছাত্র লীগের লোক। বড় কিছু দেখলেই সেটা তোদের সর্বজনীন পিতার বলে ঐ জাদুঘরে জমা দিতে নিয়ে যাবি নেত্রীর আশীর্বাদের লোভে।
সর্বশেষ এডিট : ২৪ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




