সখি, ভালবাসা কারে কয়
সুখ, দুঃখ, আনন্দ, মান-অভিমান,
নাকি অন্যকিছু
অথবা স্পর্শের বাইরে এক অবলীলা শিহরণ।
নাকি অনুভুতির এক অগোছালো আশা-আকাংখা।
সখি, ভালবাসা কারে কয়?
না পাওয়ার বেদনার এক রাশ শুকনো বকুল
অথবা জীবন সায়াহ্নে না আশা প্রদীপ, যার প্রত্যাশায় চিরদিন বেচে থাকা।
হতে পারে চাতক পাখির মতো পথ চেয়ে বসে প্রতিক্ষার প্রহর গোনা।
আবার হতে পারে কোনো এক জীবনের সুখের আশায় পথ চেয়ে বসে থাকা।
আসলে সখি, ভালবাসা কারে কয়?
যে জীবনে পায়নি কোনো সুখের বাতাস, একি সেই আগমনের অপেক্ষা!
জীবনে দেখেছি শুধু বলতে পারেনি না বলা কথা।
না অন্য কোনো সুখের সন্ধানে।
সখি! ভালোবাসা কারে কয়?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



