আড়িয়াল বিলে দেশের সর্ব বৃহত বিমান বন্দর হলে সমস্যা ও সম্ভাবনা কতটুকু সে বিষয়ে মতামত
সম্ভাবনাঃ
প্রধানমন্ত্রী, েশখ রেহানা, জয়, শেখ হেলাল, শেখ সেলিম সহ স্থানীয় আওয়ামী নেতাদের পোয়াবার।
সেই সাথে বসুন্ধরা, প্রথম আলো গ্রুপ সহ কয়েকটি বহুজাতিক োম্পানীর হাজার একর সম্পত্তি, বহুতল ভবন,শপিংমল সহ আরো অনেক কিছু।
এমপি মন্ত্রী আমলাদের অতিরিক্ত বিলাস বহুল এ্যাপার্টমেন্ট....
সমস্যাঃ
জীব বৈচিত্র ধংস, ধানি জমি মাছের আকাল ঢাকায় টাকায়ও মাছ মিলবেনা....
জেলে সম্প্রদায়ের পেশা বদল পরিনামে বহুবিধ সামাজিক সমস্যা সৃষ্টি,
হাজার হাজার লোক বসতি পূনর্বাসনের নামে বাস্তুচ্যুত। ঢাকা ও আশে পাশের এলাকা এমনকি স্বপ্নের বঙ্গবল্টু শহরের কোল ঘেঁষে দৃষ্টি নন্দন ডিজিটাল বস্তির সৃষ্টি সহ আরো অনেক সমস্যার আশংকা...
এছাড়া আরও আছে যেগুলো আপনাদের নিশ্চয়ই জানা আছে এখন শুধু লিখলেই হয়..

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




