আজকের খবরে প্রকাশ...আড়িয়াল বিল নিয়ে জনগনের পিছু হটার সাম্প্রতিক কারন দেখিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে অনেক আন্দোলন অনেক রক্ত ঝরার পর সরকার লেজ গুটিয়ে পালিয়েছে,,,,,,,
আজকের কালের কণ্ঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,`বিরোধী দলীয় নেত্রীর দাবী মেনে নিলাম'। এটা কেমন যেন আমার কাছে উত্যক্ত করার মত মনে হল..তিনি যে আসলেই একজন খারাপ লোক হিংসুটে মহিলা এ কথা তারই প্রমান। যেখানের হাজার হাজার লোক দল মত নির্বিশেষে এই বিমান বন্দরেরে জন্য আন্দোলন করেছেন তাদের কথা তিনি বলেন নি। তিনি শেষ পর্যন্ত বললেন `বিরোধী দলীয় নেত্রীর দাবী মেনে নিলাম'।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




