সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (এসইও) সম্পর্কে আমাদের দেশের মানুষদের তেমন কোনো ধারণা আগে ছিল না। তবে সম্প্রতি এর চাহিদা বাড়ছে। অনেকেই এ সম্পর্কে জানতে চান। কিন্তু বেসিক তথ্যও অনেকের পক্ষে পাওয়া কঠিন হয়ে যায়। নতুনদের জন্য ইন্টারনেটভিত্তিক আউটসোর্সিং এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (এসইও) সম্পর্কে জানাটা জরুরি।
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কী?
এসইও হলো অনলাইনে মার্কেটিং করা। মনে করেন, আপনার একটা কোম্পানি আছে। সেখানে কলম অথবা পেন্সিল বানানো হয়ে থাকে। শুধু বানালেই কি কাজ শেষ হবে? আপনার প্রডাক্টের বিক্রির জন্য নিশ্চয়ই মার্কেটিং, মানে বিজ্ঞাপন দিতে হবে। ঠিক তেমনই এসইও করতে হবে তখনই যখন আপনার একটি ওয়েবসাইট থাকবে এবং আপনি চান ওয়েবসাইটটি যেন সবার কাছে প্রচার হয়। কিন্তু ওয়েবসাইট তো আর কলম বা পেন্সিল নয়, তাই মার্কেটিংটা একটি অন্য স্টাইলে করতে হবে। মনে করুন, আপনি একটি ওয়েবসাইট খুলেছেন। এখন এই ওয়েবসাইটের ভিজিটর পাবেন কোথায়? আপনি মড়ড়মষব ওপেন করে টাইপ করুন ধসধত্ফবংযড়হষরহব.পড়স —কী দেখা যায়? আমার দেশ ওয়েবসাইটটা গুগলে দেখা যাচ্ছে। একইভাবে অন্য যেসব সার্চ ইঞ্জিন আছে, সেখানেও যদি আপনি আমার দেশ লেখেন তাহলে আমার দেশ-এর সাইট চলে আসবে। মূলত এই কাজটা করাই এসইও। নতুন কোনো সাইটে ভিজিটর আনার একমাত্র উপায় হলো এসইও। অর্থাত্ যখনি কেউ কিছু লিখে সার্চ দেবেন গুগলে অথবা যে কোনো সার্চ ইঞ্জিনে, আপনার সাইটের লিংক যেন সেখানে দেখা যায়। শুধু দেখা গেলেই হবে না, প্রথম ১০-এর মাঝে থাকতে হবে।
এসইও কাদের জন্য?
এসইও মূলত ওয়েব ডেভেলপারদের জন্য দরকার। অথবা কারও যদি কোনো সাইট থাকে তাহলে তার জন্যও এটি দরকার। কেউ যদি মনে করেন ওয়েবসাইটের সঙ্গে দুনিয়ার সবার একটা সম্পর্ক স্থাপন করবেন, অথবা যদি মনে করেন অ্যাড দিয়ে সাইট থেকে ইনকাম করবেন, তাহলে আপনার জন্যই দরকার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও। তবে অনেকেই মনে করেন এসইও একবার করলেই ঝামেলা শেষ, আসলে তা নয়। বরং এসইও রেগুলার চেকিংয়ের ওপরে রাখতে হয়। সোজা কথা, আপনার ওয়েবসাইট নিয়ে যদি অনেক স্বপ্ন দেখে থাকেন, অথবা ইনকাম করতে চান, তাহলে অবশ্যই এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন জানতে হবে, শিখতে হবে এবং সেটা করতে হবে।
এসইও করলে কী হবে?
— আপনার ওয়েবসাইটের ভিজিটর বাড়বে।
— আপনার ওয়েবসাইটের চাহিদা বাড়বে।
— আপনার ওয়েবসাইটের অনলাইনের পেজ র্যাঙ্ক বা মূল্য বাড়বে।
— আপনার ওয়েবসাইট দিয়ে গরপত্ড় ড়িত্শবত্ং-এর কাজ করে ইনকাম করতে পারবেন।
— এই ওয়েবসাইট দিয়ে মড়ড়মষব ধফংবহংব থেকে আয় করতে পারবেন।
এসইও’র জন্য যা করতে হবে
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য যা করতে হবে তা হলো—
১. আপনার ওয়েবসাইটের সঙ্গে মিল রেখে উপুযুক্ত কি-ওয়ার্ড সিলেক্ট করতে হবে।
২. সব ধরনের সার্চ ইঞ্জিনে আপনার সাইট সাবমিট করা।
৩. সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি ঁত্ষ-এর ব্যবহার।
৪. সঠিক হেডিংয়ের ব্যবহার।
৫. আপনার সাইটের লোড কমিয়ে আনতে হবে।
৬. ওয়েব ডিরেক্টরিগুলোতে নিজের সাইট সাবমিট করা।
৭. মাস মেইলিং প্রসেস।
৮. ব্যাক লিংক তৈরি ।
৯. সুস্থ ও উন্নত কনটেম্লট।
১০. alt এট্রিবিউটের ব্যবহার।
১১. robot.txt-এর ব্যবহার।
১২. nofollow লিংক নিয়ে ভাবনা।
কীভাবে করবেন এসইও?
আমাদের দেশে দক্ষ জনশক্তির তুলনায় অদক্ষ জনশক্তির পরিমাণই বেশি। যাদের কম্পিউটার সম্পর্কে সাধারণ ধারণা আছে, ইংরেজিতে মোটামুটি পারদর্শী, ওয়েবসাইট ভিজিট করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন, তারা অতি সহজে এসইওর কাজে পারদর্শী হতে পারেন। কোন প্রোগ্রামিং ভাষা জানার তেমন দরকার নেই, তাই এই কাজ অতি সহজে রপ্ত করে দ্রুত কাজ শুরু করা যায় বলে বিশ্বব্যাপী এই কাজে নিয়োজিত আছেন লাখ লাখ মানুষ। আমাদের দেশেও হাজার হাজার তরুণ এসইওর কাজ করে বিশ্বব্যাপী জনপ্রিয় মার্কেট প্লেসগুলোতে বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন। পাশাপাশি দক্ষতার পরিচয় দিয়ে বিশ্বব্যাপী নজর কাড়তে সক্ষম হয়েছেন। এসইওর জন্য ওয়েবসাইট ডিজাইন, ডেভেলপমেন্টসহ অনেক কিছুই শিখতে হয়।
এসইও নিয়ে বাংলা ওয়েবসাইট
শুধু এসইও নিয়ে ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট সম্প্রতি http://www.seotrainingbd.com নামে বাংলা ভাষায় একটি ওয়েবসাইট চালু করেছে। বিভিন্ন কর্মশালা ও প্রশিক্ষণের পাশাপাশি এই প্রথম প্রতিষ্ঠানটি নতুন ফ্রিল্যান্সারদের জন্য ওয়েবসাইটের মাধ্যমে বাংলায় যাবতীয় সাপোর্ট দিচ্ছে। এখানে ফ্রিল্যান্স বিষয়ে বিভিন্ন প্রশ্নেরও উত্তর পাওয়া যাবে।
কোথায় প্রশিক্ষণ নেবেন?
আমাদের দেশে এরই মধ্যে বেশ কয়েকটি প্রতিষ্ঠান প্রফেশনালভাবে এসইওর কাজ শেখাচ্ছে। তাই ভালো করে খোঁজখবর নিয়ে এদের যে কোনোটিতেই শিখতে পারেন এসইওর কাজ। প্রায় সব প্রতিষ্ঠানেই এক থেকে দুই মাসের মধ্যে এসইওর কোর্সগুলো করিয়ে থাকে। তবে যিনি এসইও শেখাবেন, দেখবেন তার সাইটটি গুগল সার্চের প্রথম দিকে থাকে কিনা। সুতরাং আর দেরি না করে আজই কোনো একটি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে আপনার ক্যারিয়ারে সম্ভাবনা আনতে, ফ্রিল্যান্সার হিসেবে নিজেকে গড়ে তুলতে এসইওর ওপর নিজেকে দক্ষ করে গড়ে তুলুন।
মোটকথা, অনলাইন আয়ের সবচেয়ে সম্ভাবনাময় দিক হলো এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও। এটা বেশ সম্ভাবনাময়, আর এই সম্ভাবনা ততদিন থাকবে যতদিন ওয়েবসাইট থাকবে। সুতরাং এ বিষয়ে অভিজ্ঞতা অর্জন করে ক্যারিয়ার গড়তে পারেন।
আরো বিস্তারিত জানতে-০১৬১৪১৩৪৪২৪ ও ০১১৯৩ ০৯৪৫৪৫ নম্বরে ফোন করে জানতে পারেন।
আলোচিত ব্লগ
বাংলাদেশ একদিন মাথা উঁচু করে দাঁড়াবেই
বাংলাদেশ একদিন মাথা উঁচু করে দাঁড়াবেই

ভিনদেশী আধিপত্যবাদের বিরুদ্ধে সত্যের বজ্রনিনাদে সোচ্চার হওয়ার কারণেই খুন হতে হয়েছে দেশপ্রেমিক আবরার ফাহাদকে। সেদিন আবরারের রক্তে লাল হয়েছিল বুয়েটের পবিত্র... ...বাকিটুকু পড়ুন
রাজাকারের বিয়াইন

শহীদুল ইসলাম প্রামানিক
রাজাকারের বিয়াইন তিনি
মুক্তিযোদ্ধার সন্তান
ওদের সাথে দুস্তি করায়
যায় না রে সম্মান?
কিন্তু যদি মুক্তিযোদ্ধাও
বিপক্ষতে যায়
রাজাকারের ধুয়া তুলে
আচ্ছা পেটন খায়।
রাজাকাররা বিয়াই হলে
নয়তো তখন দুষি
মেয়ের শ্বশুর হওয়ার ফলে
মুক্তিযোদ্ধাও খুশি।
রচনা কালঃ ১৮-০৪-২০১৪ইং... ...বাকিটুকু পড়ুন
দাসত্বের শিকল ভাঙার স্বপ্ন দেখা এক ক্রান্তদর্শী ধূমকেতু ওসমান হাদী।
বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সময়ে দেশে যে ধরণের রাজনৈতিক সংস্কৃতি চালু হয়েছে, তাহলো বিদেশী প্রভুরদের দাসত্ব বরণ করে রাজনৈতিক দলগুলোর রাষ্ট্র ক্ষমতায় গিয়ে দেশের মানুষের উপর প্রভুত্ব করা , আর... ...বাকিটুকু পড়ুন
দিপুকে হত্যা ও পোড়ানো বনাম তৌহিদী জনতা!

পাইওনিয়ার নিটওয়্যারস বিডি লিমিটেড (Pioneer Knitwears (BD) Ltd.) হলো বাদশা গ্রুপের (Badsha Group) একটি অঙ্গ প্রতিষ্ঠান। বাদশা গ্রুপের প্রতিষ্ঠাতা ও প্রধান কর্ণধার হলেন জনাব বাদশা মিয়া, যিনি একইসাথে এই... ...বাকিটুকু পড়ুন
সাজানো ভোটে বিএনপিকে সেনাবাহিনী আর আমলারা ক্ষমতায় আনতেছে। ভোট তো কেবল লোক দেখানো আনুষ্ঠানিকতা মাত্র।

১০০% নিশ্চিত বিএনপি ক্ষমতায় আসছে, এবং আওয়ামী স্টাইলে ক্ষমতা চালাবে। সন্ত্রাসী লীগকে এই বিএনপিই আবার ফিরিয়ে আনবে।সেনাবাহিনী আর আমলাদের সাথে ডিল কমপ্লিট। সহসাই এই দেশে ন্যায়-ইনসাফ ফিরবে না। লুটপাট... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।