প্রতিটি দরকারি সফটওয়্যার বা কাজের ব্যাকআপ ( সংরক্ষিত অনুলিপি ) রাখা ভাল, যাতে কোনো কারনে কম্পিউটারে বা অপারেটিং সিস্টেমে সমস্যা দেখা দিলে ব্যাকআপ থেকে দরকারি জিনিসপত্র উদ্ধার করা যায় । কিন্তু কিছু কিছু সফটওয়্যার আছে, যাতে কিছু কাজ করলেই স্বয়ংক্রিয় ব্যাকআপ তৈরী করে রাখে, যা হার্ডডিস্ক ড্রাইভের জায়গা কমিয়ে ফেলে এবং মেমোরিতে অতিরিক্ত চাপ সৃস্টি করে । এ জন্য এসব অপ্রোজনীয় ব্যাকআপ দূর করে যেমন ডিস্কের জায়গা বেঁচে যায়, তেমনি মেমোরির ওপর চাপও কমে, ফলে কম্পিউটারের গতি বাড়ে ।
এ জন্য Search অপশনে যান এবং *.bac, *.bak, *.bck, *.bk!, *.bk$. একে একে লিখে ফাইলগুলো খুঁজে খুঁজে মুছে দিন । দেখুন আপনার কম্পিউটারের গতি বেড়ে গেছে ।
এছাড়া সফটওয়্যারে স্বয়ংক্রিয় ব্যাকআপ সুবিধা নিস্ক্রিয় করে রাখার ব্যবস্থাও আছে ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


