প্রতিদিন কত ব্যস্ত সমস্ত মানব
আহ্ কত তাড়াহুড়ো ছুটোছুটি,
একঘেয়েমিতে ক্লান্ত আমি
দুই চোখ বুজে প্রার্থনা করি;
"হে ঈশ্বর, পাল্টে দাও পৃথিবী
ছকে বাঁধা জীবনটার বোঝা
বইতে বইতে আজ আমি ক্লান্ত
বড় ক্লান্ত"।
বদলে দাও পৃথিবী, নতুবা
আমায় কর স্রোতস্বিনী ঝর্ণা,
তবে হয়ত পাহাড়ী পথ বেয়ে
নির্ঝর হয়ে ঝরে পড়ব
এই পৃথিবীটার বুকে।
আমায় বদলে দাও বাতাসে;
প্রকৃতির মাঝে, গাছের পাতায়,
লতায়, ঘাসে বাতায়ন হয়ে
আমি ছুঁয়ে যাব সবুজে মাখা
স্বিগ্ধ শরীর।
সর্বশেষ এডিট : ১৭ ই ডিসেম্বর, ২০১০ বিকাল ৪:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





