আমেরিকার মিশিগান রাজ্যের অখ্যাত এক স্কুল শিক্ষিকা ছিলেন এ্যানি এডসন টেইলর, যাঁর খেয়াল হলো তিনি বিখ্যাত হবেন। ১৯০১ সালের ২৪ শে অক্টোবর নিজের ৬৩তম জন্মদিনে তিনি একটা পিপের মধ্যে তার পোষা ছোট্ট বেড়াল সমেত সেঁধিয়ে গেলেন।
যাই হোক, এ্যানি টেইলর তার বেড়াল ছানা সমেত লাফালেন এবং ওপর ওয়ালার ইচ্ছায় বেঁচে থাকলেন।
খুব বিখ্যাত হলেন তিনি...
আবার নিন্দা-ও কুড়ালেনে খুব...
কিন্তু একটা রেকর্ড তিনি করে ফেললেন, যেটা চিরদিনের জন্য থেকে গেল। ...
ইতিহাসে তিনিই প্রথম মানুষ যিনি নায়াগ্রা ফলস থেকে লাফিয়ে পড়েছেন, এবং ... বেঁচে ফিরেছেন।
*******************************************************************************************
আসলে এই পৃথিবীতে সাহসী মানবগণ প্রায়শই আলোচনায় থাকেন সম্মানের সাথে। কিন্তু অন্য অনেক ক্ষেত্রের মতো মানবীগণ এক্ষেত্রেও কিছুটা উপেক্ষিত। কেননা, তাঁরা যত সাহস-ই দেখান না কেন তাদের নাম নেয়া হয় কদাচিৎ, কালেভদ্রে..। কখনো কখনো বাহবা পাবার বদলে নারীদের কপালে তিরস্কার ছাড়া কিছুই জোটে না।
বিখ্যাত আর সফল হবার নেশায় চিরদিন যুদ্ধ করে যাওয়া এ্যানি টেইলর ৮২ বছর বয়সে মারা গেছেন চরম অবহেলা আর দারিদ্রের মধ্যে থেকে।

শুভ ব্লগিং।
সর্বশেষ এডিট : ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



