সম্প্রতি একটি ওপেন দাবা টুর্নামেন্ট এ খেলছি। টুর্নামেন্টটি সিলেটে হচ্ছে। আগেই বলে রাখি আমি একজন সৌখিন দাবা খেলোয়াড়। দাবা খেলার প্রাতিষ্ঠানিক শিক্ষা বলতে যা বোঝায় আমার তা নেই। তাই প্রফেশনাল খেলোয়াড়রা আমাকে ১ ফু দিয়েই উড়িয়ে দেবে! এর আগে শাবিপ্রবি এর ওপেন দাবা টুর্নামেন্টে নাম দিয়েছিলাম। দুর্ভাগ্য আমার ওটা ছিল নক আউট টুর্নামেন্ট আর আমার খেলা যার সাথে পড়েছিল সে পরবর্তীতে চ্যাম্পিয়ন হয়েছিল! ফলাফল: আমি প্রথম ম্যাচ হেরেই বাদ!
তবে এই টুর্নামেন্টটি নকআউট নয় ৭ রাউন্ড খেলা হবে। টুর্নামেন্টটিতে ঢাকা থেকে ১০-১৫ জন "রেটিং"ধারী খেলোয়াড় এসেছে। জাতীয় পর্যায়ে খেলার অভিজ্ঞতা আছে প্রায় সবার। আর আমার অভিজ্ঞতা ঐ নকআউট টুর্নামেন্ট! তার উপর গত ৬ মাসে আমি ৩ বারের বেশী দাবাই খেলিনি!
যাই হোক, গত কাল প্রথম ম্যাচ এ ভালই খেলেছি। তবে ২-৩ ছোটখাটো ভুলের জন্য হেরে যাই। তবে এটাও ঠিক যে দাবা খেলায় ছোট ভুল বলে কিছু নেই। যে কোন ভুলই ভয়ংকর।
আজ সকালের খেলাও জঘন্য খেলে হেরেছি। ভেবেছিলাম ৭ টা ম্যাচই হারবো। তবে বিকেলের খেলাটা জিতে গেছি!
কাল আরো ২টি খেলা আছে। না পারার সম্ভাবনাই বেশী। তবুও একটু দোয়া করবেন। যদি লাইগা যায়!!
(পাঠকরা লেখাটা পড়ে বিরক্ত হবার যথেষ্ট সম্ভাবনা আছে। কারণ এটা পারসোনাল ডায়েরী হয়ে গেছে! তারপরেও দোয়া কইরেন!!)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





