
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে সুøভেনীর প্রকাশ করাকে কেন্দ্র করে শিবির কর্মীদের উপর ছাত্রলীগ কর্মীদের হামলায় ১৫ শিবির কর্মী আহত হয়েছে। দুপুর দুইটায় এ ঘটনা ঘটে। আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। জানা যায়, বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান বাস্তবায়নে সর্বদলীয় কমিটি গঠন করে দায়িত্ব বন্টন করা হয়। ছাত্রশিবির এবং ছাত্রলীগও এই অনুষ্ঠান বাস্তবায়নে অংশগ্রহণ করে। শিবির কর্মীরা স্যূভেনীর প্রকাশের দায়িত্ব পায়। এ নিয়ে বেশ গতকাল থেকে ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করে আসছিল।
কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিবির সেক্রেটারী জীবন জানান, বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষ্যে একটি ম্যাগাজিনে প্রশাসনের ইচ্ছায় আমাদের কিছু কর্মী কাজ করে। এই ম্যাগাজিন আমাদের দলীয় নয়। কিন্তু ছাত্রলীগ গতকাল তা শিবিরের ম্যাগাজিন বলে প্রায় অর্ধশতাধিক ম্যাাগাজিন পুড়িয়ে ফেলে। আজ সোমবার দুপুরে ক্লাস শেষে যখন শিবির কর্মীরা ফিরছিল তখন অতর্কিতভাবে বিনা উস্ড়্গানিতে সশস্ত্র ছাত্রলীগ কর্মীরা আমাদের কর্মীদের উপর হামলা করে। এতে আমাদের প্রায় ১৫জন কর্মী আহত হয়। আহতদের মধ্যে সাহেদুল ইসলাম মার্কেটিং ৪র্থ বর্ষ,
আবু মুসা ইংরেজী ৩য় বর্ষ, আবুল কালাম অর্থনীতি ৩য় বর্ষ, শাহাদাত ইংরেজী ১ম বর্ষ, এমদাদ ইংরেজী ৪র্থ বর্ষকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুপুর ২টায় এ ঘটনা ঘটে।
ছাত্রশিবির জানায় একটি বিশেষ মহলের উস্ড়্গানিতে ক্যাম্পাসের শান্ত পরিবেশকে ঘোলাটে করতেই এই ঘটনা সাজানো হচ্ছে। সুত্র:shomoyerdorpon

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



