
গত মাসের ২২শে ফব্রেুয়ারি বঙ্গবন্ধু আর্ন্তজাতকি সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠতি হয়ে গেল পাঁচদনিব্যাপী BASIS SoftExpo 2012। আয়োজনটি অংশ হিসেবে গত বছর থেকে দেশের কয়কেজন সফল ফ্রিল্যান্সেরদের তাদের কাজের স্বীকৃতসিরূপ একটি এওর্য়াড প্রদান করা হয়। শিক্ষার্থী, ব্যাক্তিগত এবং কোম্পানি এই ৩টি বিভাগে এই বছর মোট ১৫ জন ফ্রিল্যান্সেরদের BASIS SoftExpo 2012 এওর্য়াড প্রদান করা হয়। গত ২৫শে ফব্রেুয়ারি জমকালো এর্য়াড নাইট অনুষ্ঠানরে মধ্য দিয়ে ফ্রিল্যান্সেরদের এই সম্মাননা প্রদান করা হয়।
তাদের মধ্যে একজন হচ্ছেন কুমিল্লার অধিবাসী কম্পউিটার ইঞ্জনিয়িার মুহাম্মাদ শোয়েব। তিনি ২০০৬ সালে শাহ্ জালাল বিজ্ঞ্যান ও প্রযুক্তি বিশ্বাবিদ্যালয়ের কম্পউিটার সায়ন্সে এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে বিএসশি সম্পন্ন করছেনে। তার এই সাফল্য এবং এওর্য়াডপ্রাপ্তি নিয়ে কথা হয়েছিল মুহাম্মাদ সোয়েব এর সাথে।
জাকারিয়া: কবে থেকে ফ্রিল্যান্সিং করছনে, শুরুটা কিভাবে?
সোয়েব: ফ্রিল্যান্সিং শুরু করি জুলাই ২০০৯ থেকে।যদিও ২০০৭ সালে যখন আমি প্রথম ওয়বে ডেভেলপমেন্টে আমার ক্যারয়িার শুরু কর, তখন থেকেই এটি সর্ম্পকে অবগত ছলিাম। তবে ফ্রিল্যান্সিং শুরু করার র্পূবে আমি ভালভাবে নিজেকে প্রস্তুত করতে চেয়েছিলাম। আমি সবসময় জনপ্রয়ি ফ্রিল্যান্সিং সাইটগুলোতে ভিজিট করতাম এবং প্রজেক্টের বিবরন দেখে মার্কেট ট্রেন্ড বুঝার চেষ্কটা করতাম। এরপর আমি PHP দিয়ে ওয়েব ডেভেলপমেন্ট করার সীদ্ধান্ত নলিাম। আমার একটি লক্ষ,ওয়েব ডেভেলপমেন্ট সবগুলো টেকনোলোজি সর্ম্পকে ধারণা রাখা, তবে দুই বা তিনটা টেকনোলোজি পরিপূর্ভাণভাবে দক্ষ হওয়া। এরপর আমি সীদ্ধান্ত নিলাম জেন্ড র্সাটফিাইড ইঞ্জনিয়িার (ZCE) হওয়ার, প্রথমে PHP5 এ এবং পরর্বতীতে জেন্ড ফ্রেমওয়ার্কে সার্টিফিকেটটিফিকেটকরি। এরপরই মূলত ফ্রিল্যান্সিং শুরু করি। জেন্ড প্করোফাইলের লিঙ্ক - http://zend.com/zce.php?c=ZEND008874
জাকারিয়া: আপনি কোন কোন আউটসোরসিং মার্কেটপ্লেসে কাজ করে থাকনে?
সোয়েব: আমি শুধুমাত্র ওডেস্কে কাজ করে থাকি।আমার ওডেস্কে প্রোফাইলরে লিঙ্ক - https://www.odesk.com/users/~~6fb403455a1d12f6
জাকারিয়া:দিনে কত ঘন্টা কাজ করনে এবং মাসে আনুমানকি কত আয় করনে?
সোয়েব:ওডেস্কে আমি ঘন্টা হিসেবে কাজ করে থাকি। প্রতিদিন প্রায় ৮ থেকে ১০ ঘন্টা কাজ করি।প্রজক্টেগুলোতে প্রতি ঘন্টায় ১৯ থেকে ২৫ ডলার করে পাই। সেই হিসেবে মাসে গড়ে তিন থেকে চার হাজার ডলার আয় করি।
জাকারিয়া: আপনি কি একাই কাজ করে থাকনে, নাকি আপনার কোন টিম রয়েছে?
সোয়েব: আমি একাই কাজ করে থাকি, আমার কোন টিম নেই। তবে ভবষ্যিতে একটি ছোট কোম্পানি করার ইচ্ছে আছে।
জাকারিয়া: বেসিস থেকে প্রাপ্ত এওর্য়াড সর্ম্পকে কিছু বলুন।
সোয়েব: এওর্য়াডটি পেয়ে আমি অত্যন্ত আনন্দতি এবং সম্মানতি বোধ করছি। বেসিস অনুষ্ঠানে গিয়ে দারুন কছিু অভিজ্ঞ্যতা হয়েছে। আমি অন্যান্য এওর্য়াডপ্রাপ্ত ফ্রিল্যান্সার এবং আরো অনেকের সাথে নিজের অভিজ্ঞ্যতা এবং জ্ঞান আদান-প্রদানরে সুযোগ পেয়েছি।এটি ছিল অত্যন্ত উত্তজেনার্পূণ এবং আনন্দঘন মূর্হুত।
জাকারিয়া: নতুন ফ্রিল্যান্সারদের আপনার পরার্মশ কি থাকবে?
সোয়েব: নতুনদরে উদ্দশ্যে আমার পরার্মশ হল, ফ্রিল্যান্সিংএ আসার আগে নিজেকে ভালভাবে তৈরি করে নিন।অন্তত কাজে মধ্যম মানের দক্ষতা থাকা প্রয়োজন। এতে আপনি ভাল ফিডব্যাক, প্রতি ঘন্টায় ভাল রেটেআয় এবং র্দীঘস্থায়ী প্রজক্টে পাবেন – যা একদিকে যেমন আপনার ফ্রিল্যান্সিং ক্যারয়িাররে জন্য ভাল, তেম্ন্যনি দেশেরও মঙ্গলজনক।
জাকারিয়া: নতুন ফ্রিল্যান্সারদের জন্য কোন ধরনরে র্কাযক্রম করছনে কি না – সেমিনার, ওর্য়াকশপ, লেখালেখি?
সোয়েব:হ্যাঁ র্বতমানে নতুনদরে জন্য বিসেশ করে বিশ্বাবিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য একটি ওর্য়াকশপ চালাচ্ছি। র্বতমানে আমি একটি ছোট কোম্পানীর (ASBD Soft) সাথে যুক্ত রয়েছি, যেখানে প্রশিক্ষক হিসেবে কাজ করছি।
জাকারিয়া: আপনার ভবিষ্যৎ পরকিল্পনা সর্ম্পকে বলুন।
সোয়েব: আমি একটি ছোট টিম করব। আমি ওয়েব ভিত্তিক সাভিসে করতে আগ্রহী।
জাকারিয়া: আপনাকে অনকে ধন্যবাদ এবং উত্তোরোত্তর সাফল্য কামনা করছি।
সোয়েব: আপনাকওে ধন্যবাদ।
Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



