আমরা প্রবাসীদের কথা বলি,
আমরা দেশ,মা,মাটির কথা বলি,
আমরা বাংলাদেশের সৎ রাজনীতিবিদদের শ্রদ্ধা করি,
তবে আমরা কোন রাজনৈতিক দলের নই…।
(আমরা আমরাই আমাদের নেই কোনো সংশয়)
![]()
এই শিরোনামে ২০১৩ সালের মে মাসে নিজ উদ্দ্যেগে বন্ধু ওয়াসিম, সোহেল,রুবেল কে নিয়ে ফেসবুক আর ব্লগের মাধ্যমেই অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের যাত্রা শুরু করি সৌদি প্রবাসীদের নিয়ে কটূক্তিমূলক সংলাপ দেয়ার প্রতিবাদে অভিনেতা মোশারোফ করিম ও মাইক নাটকের পরিচালক এর শাস্তির দাবিতে ।
উপস্থিত সকল সদস্যের মতামত ক্রমে মেধাবি ও দক্ষ দেখে স্থানীয় সৌদি আরবের দৈনিক পত্রিকা আরব নিউজের ফটো সাংবাদিক ইকবাল হোসেনকে সভাপতি করে ২১ জন বিশিষ্ট দুই বছর মেয়াদি এই কার্যকরি কমিটি গঠন এবং ঘোষণা দেয়া হয়।
![]()
কার্যকরি কমিটিতে অন্য যারা রয়েছেন সিনিয়র সহসভাপতি খাইরুল ইসলাম, সহসভাপতি নুরুল আনোয়ার, সাধারণ সম্পাদক ইমাম হোসেন ইমু, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আল- আমিন, সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিন মনির, সহ সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম শিমুল, অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক, সহ অর্থ সম্পাদক সোহেল আলম, দপ্তর সম্পাদক আরিফুর রহমান, সহ দপ্তর সম্পাদক এম এইচ শাহীন ভূঁইয়া, প্রচার সম্পাদক এম এইচ প্রিন্স আহমেদ, সাহিত্য ও সাংস্কৃতি সম্পাদক আসিফ মাহমুদ আপেল, সমাজ কল্যাণ সম্পাদক শাহাদাত হোসেন ,আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলম, সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাদ্দাম বিডি, ক্রীড়া সম্পাদক পারবেজ মারুপ, সহ ক্রীড়া সম্পাদক মোহাম্মদ রুবেল হোসেন, ধর্ম সম্পাদক সাইফুল ইসলাম অপূর্ব, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আব্দুল হালিম নিহন এবং সহ তথ্য ও প্রযুক্তি সম্পাদক ওয়াসিম আকরাম ।
![]()
কমিটি ঘোষণার পরে উপস্থিত সকল সদস্যদের সৌদি আরব প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের লক্ষ্য ও উদ্দেশ্য পড়ে শুনানো হয় ।
লক্ষ্য ও উদ্দেশ্য
সকল দলমত নির্বিশেষে সৌদি আরব প্রবাসী অনলাইন এক্টিভিস্টদেরকে সুসংগঠিত করা এবং প্রবাসী ও বাংলাদেশের জাতীয় সংশ্লিষ্ট নানাবিধ সম্ভাবনা, সমস্যা, কৃষ্টি, কালচার ইত্যাদি বিষয়াদি তুলে ধরার মাধ্যমে বাংলাদেশর ভাবমূর্তি বৃদ্ধি করা।
![]()
সৌদি আরবের আইনকে মেনে চলা এবং সকল বাংলাদেশি প্রবাসীদের সৌদি আরবের আইন মেনে সঠিক মেধা শ্রম দিয়ে সঠিক উপারজন করার অনুপ্রেরণা জাগানো।
এই সংগঠনের মাধ্যমে অনলাইন এক্টিভিস্ট ফোরামের সকল সদস্যগণ একদেহ এক প্রাণ হয়ে বাংলাদেশের জাতীয় এবং সৌদি আরব প্রবাসীদের কল্যাণে কাজ করা।
সৌদি আরব প্রবাসীদের সম্ভাবনাময় দিকগুলো বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়ামের মাধ্যমে তুলে ধরে প্রবাসীদের উদ্বুদ্ধ করা।
প্রবাসীদের দুঃখের সাথি হয়ে তাদের দুঃখ-কষ্ট গুলা তুলে ধরা, তাদের বিভিন্ন সমস্যার সমাধানে এগিয়ে আসা।
সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের পরামর্শ ফোরামকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া। দূতাবাসকে সহযোগিতা করা, বাংলাদেশের ঐতিহ্য ধরে রাখতে এই প্রবাসের মাটিতে দূতাবাসের সহযোগিতা নিয়ে নানান ধরনের অনুষ্ঠানের আয়োজন করা। যেমন বৈশাখী মেলা, বই মেলা, বিজয় দিবস, স্বাধীনতা দিবস, ঈদ পুনর্মিলন ইত্যাদি।
![]()
ফোরামের সকল সদস্যদের সহযোগিতায় বাংলাদেশের নিরহ অসহায় মানুষদের পাশে এগিয়ে আসা। বছরে ২টি পরিবারকে কর্ম সংস্থানের ব্যবস্থা করে দেয়া।
লাল সবুজের দেশের সুন্দর দিকগুলোকে অনলাইনের মাধ্যমে সারা বিশ্বের মাঝে তুলে ধরা।
সর্বশেষ এডিট : ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৬:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


