এতো সুখে থেকেও মনটা কেন ভরে না? এতো যে প্রাপ্তি তা থেকে অপ্রাপ্তি গুলো কেন বড় হ্য়? একে কি সুখের কাঙাল বলব নাকি দুঃখ বিলাস

! সম্ভবত কোন দুঃখ যাদের নাই তারাই পারে এমন বিলাসিতা করতে।
বরাবরের দুষ্ট আমি তাইতো অর্জন ঢের বেশী হলেও তাকে বড় করে দেখিনা । গুরুজনেরা উপদেশ দেন- খামখেয়ালীপনা ছাড়তে, একটু বড় হতে

। জানি জীবন এক বহমান নদীর মতো, বাধা পেলে নিজেকে বদলে বাক ঘুরিয়ে নিতে হ্য়, প্রয়োজনে খরস্রোতা হতে হয়। কোথাও শীর্ণ আবার কোথাও প্রস্ফুটিত। নানান বয়সে তাই আমাদেরও নিজেদের বদলাতে হয়, জীবনের প্রয়োজনে-ভালো থাকার তাগীদে।
আমরা মানুষ গুলো বড্ড জটিল, সহজ-সরল জীবন টাকে অনেক বেশী কমপ্লেক্স করে ফেলি। নাকি আসলেই জীবনটা অনেক জটিল

?? বুঝিনা, এ বোধহয় আমার বোঝার অপরিপক্বতা । বেহিসেবী মানুষ আমি তাইতো হিসেব মেলাতে পারিনা। আর কতো বড় হলে বুঝবো আমি, কোনটা ভালো আর কোনটা মন্দ? :-& চঞল মন আমার মুহুর্তে ভালো আর মুহুর্তে খারাপ হয়ে যায়।
ঘুরে ফিরে মন আমার পরিচিত চৌহদ্দিতে চলে যায়। মনের আকাশে খালি দেখি তাদের আনাগোনা। বারংবার ভেসে উঠে মায়ের হাসিমুখ আর বাবার গম্ভীর মুখ-খানা, ঘাস-ফড়িংদের উড়াউড়ি

। প্রায় প্রতিদিন ই দেখতে যাই তাদের। পাশাপাশি চেষ্টা করি নতুন প্রাপ্ত দায়িত্ব গুলো ভালোভাবে পালন করার। মন-প্রাণ উজাড় করে আমার সাধ্যমতো করি আমি। তারাও সবাই অনেক ভালোবাসে আমায়, অনেক আদর করে।কিন্তু সবাই বলে আমার নাকি স্হিরতা আসেনি। সারাজীবনের অস্হিরমতি আমি মৃত্যু ছাড়া স্হিরতা কি আসবে কখনো নাকি কারও আসে

।
সর্বশেষ এডিট : ১১ ই অক্টোবর, ২০০৯ দুপুর ২:০৫