
পালিত হল ব্লগ দিবস-
গত ১৯ ডিসেম্বর রাজধানীর পাবলিক লাইব্রেরী মিলনায়তনে হয়ে গেল ৩য় ব্লগ দিবস উপলক্ষে ব্লগারদের মিলনমেলা।
গত ১৯ ডিসেম্বর রাজধানীর পাবলিক লাইব্রেরী মিলনায়তনে হয়ে গেল ৩য় ব্লগ দিবস উপলক্ষে ব্লগারদের মিলনমেলা। এতে ভবিষ্যত পৃতিবীর কাণ্ডারী তরুণ প্রজন্মের প্রায় ৩ শতাধিক ব্লগার একত্রিত হয়েছিলেন। ব্লগ কি, কেন, কিভাবে এটি চালিত হয় এবং ব্লগ নিয়ে আগামীর সম্ভাবনার বিষয়ে সামহোয়ারইন ব্লগ এর দুই ব্লগারের সঙ্গে কথা বলেন রোকন রাইয়ান। তাদের একজন ব্লগ লিখেন সাইমুম নামে। মূল নাম জিয়াউদ্দিন সাইমুম। তিনি একটি অনলাইন বার্তায় কর্মরত। আরেকজন ব্লগ লিখেন শিপু ভাই নামে। তিনি ঢাকার একটি হাউজিং কোম্পানির ডিরেক্টর
ব্লগ থেকে মানসম্পন্ন সাহিত্যিক বের হবে : ব্লগার শিপু ভাই
কবে থেকে ব্লগ লিখছেন?
প্রায় ১ বছর ৩ মাস। তবে ব্লগ পড়ি আরো আগে থেকেই।
কেন লিখছেন?
নিজের ভাবনা, নিজের সৃষ্টিশীলতা অন্যের সঙ্গে খুব সহজে শেয়ার করা যায়। শুধু লিখিই না, অন্যদের ব্লগও পড়ি।
ব্লগে লেখার বিশেষ সুবিধা কী?
দ্রুত লেখার রেসপন্স পাওয়া যায়। নিজের কাজের মান সম্পর্কে একটা ধারণা হয়। তাছাড়া ব্লগে শুধু নিজের লেখাই নয় অন্যান্যদের অনেক লেখা পাঠ করা যায় এবং মতামত দেয়া যায়। আলোচনার সুযোগ থাকে।
বাংলাব্লগ কমিউনিটির অবস্থান বর্তমানে কোন পর্যায়ে?
বর্তমানে বাংলা ব্লগ সাইবার জগতে ভালো একটা অবস্থানে আছে। প্রতিদিনই বাংলা ব্লগ ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে। বাংলা ভাষা চর্চায় ও প্রসারে এটা ব্যাপক ভূমিকা রাখছে বলে মনে করি। বাংলা ব্লগ এখন রীতিমত ‘বিকল্প মিডিয়া’ হিসেবে নিজের স্থান করে নিচ্ছে।
ব্লগ জনপ্রিয়তার কারণ কি?
বিপুল সংখ্যক মানুষের চিন্তার সংমিশ্রণ ঘটে ব্লগে। খুব সামান্য বিষয় থেকে জাতীয় ও আন্তর্জাতিক ইস্যুতে আলোচনায়ও ব্লগাররা স্বতঃস্ফূর্ত অংশ নেয়। ব্লগ থেকে অনেক কিছু জানা যায়। তাছাড়া বাংলা ব্লগ এখন বাংলা সাহিত্য চর্চারও একটা বড় ক্ষেত্র হয়ে উঠছে। বৈচিত্র ব্লগের মূল আকর্ষণ।
আপনার দৃষ্টিতে ভবিষ্যতের ব্লগদুনিয়া!
সরকার যদি ব্লগের ওপর কর্তৃত্ব আরোপ না করে তাহলে বিকল্প মিডিয়া হিসেবে ব্লগ মূল ধারার মিডিয়াগুলোর প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবে। বস্তুনিষ্ঠ সংবাদের জন্য মানুষ ব্লগের ওপর নির্ভর করবে। কারণ এখানে সত্য মিথ্যা যাচাইটা খুব সহজেই করা যায়। নেট ব্যবহারকারীদের একটা বিশাল অংশ ব্লগে আসবে। ব্লগ থেকে মানসম্পন্ন অনেক সাহিত্যিক বের হবে। তাছাড়া সামাজিক যোগাযোগের জন্যও ব্লগ ব্যবহৃত হবে। জনমত গঠনেও ব্লগ একটি শক্তিশালী মাধ্যম হিসেবে আবির্ভূত হবে।
ব্লগের মাধ্যমে নিজেকে নতুন করে আবিষ্কারের প্রেরণা পাই : ব্লগার সাইমুম
কত বছর ধরে ব্লগ লিখছেন, কেন লিখছেন এবং ব্লগ লেখার বিশেষ সুবিধা কী?
ছয় বছর ধরে ব্লগ লিখছি। তরুণ প্রজন্ম ও বিশ্বের সঙ্গে যোগাযোগটা ধরে রাখার জন্যই ব্লগ লিখছি। এর মাধ্যমে আমি নিজেকে নতুন করে আবিষ্কারের প্রেরণা পাই।
ব্লগ লেখার বিশেষ সুবিধা হলো, বাংলা শব্দ বা বাংলা ভাষায় গৃহীত শব্দের বিবর্তন সম্পর্কে আমি ধারণা পাই। যেমন, ‘কঠিন’ শব্দটি এখন যে ‘সুন্দর’ অর্থে ব্যবহৃত হচ্ছে, তা ব্লগিং না করলে বুঝতে অনেক কষ্ট হতো।
ব্লগ কি সাহিত্যের খোরাক যুগাতে পারে, কিংবা কখনো পারবে?
পারে। তবে তা ভিন্ন মাত্রার, যা মাটির অনেক কাছাকাছি, আবেগের, সম্মোহনের, নিত্যদিনের পথচলার। ব্লগ নিজেই তো সাহিত্য। কারণ ব্লগে অনুভবের সংক্রমণশীলতা আছে। আর অনুভবের সংক্রমনশীলতা থাকলে, তা সাহিত্য হতে পারে।
মুক্তমত প্রকাশের নামে ব্লগে অশ্লীলতার চর্চা হয় এবং দিনদিন বাড়ছে এটাকে কোন দৃষ্টিতে দেখেন?
বিষয়টি আপেক্ষিক। কারণ এটা অবয়বহীন অনুভূতি আর দৃষ্টিভঙ্গির জটিল ব্যাকরণ। তবে ব্লগ অশ্লীলতা চর্চার মঞ্চ নয়। অশ্লীলতাকে জানতে পারলে আমরা তা এড়াতে পারবো।
ভবিষ্যতের ব্লগদুনিয়া!
ব্লগের সম্ভাব্য শক্তি অতি ভীষণ। আমরা এখন আর প্রস্তর যুগে ফিরে যেতে পারবো না। ব্লগই শক্তি এবং আকাশটাই এটার শেষ সীমা।
Click This Link
সর্বশেষ এডিট : ০৩ রা জানুয়ারি, ২০১২ রাত ৮:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



