আর ৫৪ দিন পরে বিশ্বকাপ উন্মাদনায় মেতে উঠছে বাংলাদেশ।আইসিসি-র ক্রিকেট বিশ্বকাপ ২০১১ শুরু হচ্ছে ফেব্রুয়ারির ১৭ তারিখে বাংলাদেশের রাজধানী ঢাকায় মহাসমারোহের মাধ্যমে উদ্বোধন হবে।জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের ঠিক দুই দিন পরেই প্রথম ম্যাচে মুখোমুখি হবে ২০১১ বিশ্বকাপের দুই আয়োজক দেশ ভারত এবং বাংলাদেশ।২০১১ সালে বিশ্বকাপে ভারত, বাংলাদেশ এবং শ্রীলঙ্কায় মোট ৪৯টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ৪৩ দিন ব্যাপী এই বিশাল আয়োজনের ফাইনাল খেলা হবে ভারতের অর্থনৈতিক রাজধানী মুম্বাই এর ওয়াঙ্খেড়ে স্টেডিয়ামে ২ এপ্রিল।১৪ জাতির এই ক্রীড়া ইভেন্টের দল সমূহকে ‘এ‘ এবং ‘বি‘ - এই দু'টি গ্রুপে ভাগ করা হয়েছে৷ উভয় গ্রুপ থেকে শীর্ষ চারটি করে দল কোয়ার্টার ফাইনালে খেলবে৷ গ্রুপ ‘এ'তে রয়েছে অস্ট্রেলিয়া, পাকিস্তান, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, জিম্বাবোয়ে এবং দুই কোয়ালিফায়ার ক্যানাডা ও কেনিয়া৷ অন্যগ্রুপে রয়েছে ভারত, বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ এবং কোয়ালিফায়ার আয়ারল্যান্ড এবং নেদারল্যান্ডস।দেশের মাটির প্রথম বিশ্বকাপের জ্বর শুরু হয়েছে অনেক আগেই বাংলাদেশে।ক্রিকেটপ্রেমীদের আশ্বস্ত করা যেতে পারে যে বিশ্বকাপের টিকিট সারাদেশের সব জেলা থেকেই কিনতে পারা যাবে। মূল্যও খুব বেশি নয়।
এবার এক নজরে দেখে নিন ২০১১ সালের আইসিসি ক্রিকেট বিশ্বকাপের ফিকশ্চার.....
টিকিট প্রতীক্ষার অবসান
৩১ ডিসেম্বর প্রথম টিকিট কিনবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৩১ ডিসেম্বর প্রধানমন্ত্রী উদ্বোধন করলেও বাজারে টিকিট পাওয়া যাবে ১ জানুয়ারি থেকে।সিটি ব্যাংকের নির্দিষ্ট বুথ থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন দর্শকরা। একজনকে দেওয়া হবে দুটি করে টিকিট।১ জানুয়ারি থেকে। দেশের ৬৪ জেলায় একযোগে বিক্রি হবে টিকিট। ঢাকা মহানগরিতে আটটি এবং চট্টগ্রাম মহানগরির পাঁচটি বুথে টিকিট পাওয়া যাবে। এছাড়া জেলা শহরের একটি করে বুথ থেকে টিকিট কিনতে পারবেন দর্শকরা।
এছাড়াও আইসিসি বিশ্বকাপ ২০১১এর ক্রিকেট বিক্রি করছে আইসিসির নিজস্ব ওয়েব সাইট থেকে অন লাইনে টিকেট ক্রয় করা যাবে
টিকিট কেনার নিয়মগুলো
টিকিট কেনার প্রস্তুতি নিয়ে ফেলুন। জাতীয় পরিচয় পত্র অথবা পাসপোর্ট নিয়ে ১ জানুয়ারি সকালে সিটি ব্যাংকের নির্ধারিত বুথের সামনে লাইনে দাঁড়াতে ভুলবেননা।
দেখে নিন কোথায় কোন গ্যালারি
মিরপুর শের এ বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম লীগ ম্যাচের টিকেটের মুল্য
পূর্ব গ্যালারি ২০০ টাকা
উত্তর গ্যালারি ৪০০ টাকা
দক্ষিন গ্যালারি ৪০০ টাকা
ক্লাব হাউজ (উত্তর) ও প্রতিবন্ধী ৭০০ টাকা
ক্লাব হাউজ (দক্ষিণ) ৭০০ টাকা
ইন্টারন্যাশনাল গ্যালারি (দক্ষিণ) ২০০০ টাকা
ইন্টারন্যাশনাল হসপিটালিটি গ্যালারি - উত্তর (মার্কি) ১০০০০ টাকা
কর্পোরেট বক্স (দক্ষিণ) ২১০০০ টাকা
কর্পোরেট বক্স গ্র্যান্ড স্ট্যান্ড ২১০০০ টাকা
আইসিসি হসপিটালিটি বক্স (দক্ষিণ) ২১০০০ টাকা
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম - চট্টগ্রাম -লীগ ম্যাচের টিকেটের মুল্য
পূর্ব গ্যালারি ২০০ টাকা
পশ্চিম গ্যালারি ২০০ টাকা
ক্লাব হাউজ (পূর্ব) এবং প্রতিবন্ধী ৭০০ টাকা
ইন্টারন্যাশনাল গ্যালারী - পূর্ব নীচতলা (মার্কি) ১০০০০ টাকা
ইন্টারন্যাশনাল গ্যালারী (পূর্ব) উপরতলা ২০০০ টাকা
গ্র্যান্ড স্ট্যান্ড ৩০০০ টাকা
কর্পোরেট বক্স ২১০০০ টাকা
মিরপুর শের-এ-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম কোয়ার্টার ফাইনাল ম্যাচের টিকেটের মুল্য
পূর্ব গ্যালারী ৩০০ টাকা
উত্তর গ্যালারী ৫০০ টাকা
দক্ষিন গ্যালারী ৫০০ টাকা
ক্লাব হাউজ (উত্তর) ১০০০ টাকা
ক্লাব হাউজ (দক্ষিণ) ১০০০ টাকা
ইন্টারন্যাশনাল গ্যালারী (দক্ষিণ) ৩০০০ টাকা
ইন্টারন্যাশনাল হসপিটালিটি গ্যালারী - উত্তর (মার্কি) ১৪০০০ টাকা
কর্পোরেট বক্স (উত্তর) ২৪৫০০ টাকা
কর্পোরেট বক্স গ্র্যান্ড স্ট্যান্ড ২৪৫০০ টাকা
আইসিসি হসপিটালিটি বক্স (উত্তর) ২৪৫০০ টাকা
গ্র্যান্ড স্ট্যান্ড ৪০০০ টাকা
প্রস্তুতি ম্যাচের জন্যও টিকিট পাওয়া যাবে ১ জানুয়ারি। বাংলাদেশে মোট চারটি প্রস্তুতি ম্যাচ হবে। ১২ ফেব্রুয়ারি চট্টগ্রামে স্বাগতিক বাংলাদেশ খেলবে কানাডার বিপক্ষে। ১৫ ফেব্রুয়ারি মিরপুর স্টেডিয়ামে পাকিস্তানের মুখোমুখি হবে স্বাগতিক দল। পরের দিন একই ভেন্যুতে কানাডা খেলবে ইংল্যান্ডের সঙ্গে। ১৮ ফেব্রুয়ারি শেষ প্রস্তুতি ম্যাচটি হবে পাকিস্তান ও ইংল্যান্ডের মধ্যে।
বাংলাদেশ বনাম কানাডা, ১২ ফেব্রুয়ারী ২০১১
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম - চট্টগ্রাম
পূর্ব গ্যালারি ৫০ টাকা
পশ্চিম গ্যালারি ৫০ টাকা
ক্লাব হাউজ (পূর্ব) এবং প্রতিবন্ধী ২০০ টাকা
ইন্টারন্যাশনাল গ্যালারি- পূর্ব নিচতলা (মার্কি) ৫০০ টাকা
ইন্টারন্যাশনাল গ্যালারি (পূর্ব) উপরতলা ৫০০ টাকা
গ্র্যান্ড স্ট্যান্ড ১০০০ টাকা
কর্পোরেট বক্স ২০০০ টাকা
বাংলাদেশ বনাম পাকিস্তান ১৫ই ফেব্রুয়ারি ২০১১
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম
পূর্ব গ্যালারি ১০০ টাকা
উত্তর গ্যালারি ২০০ টাকা
দক্ষিণ গ্যালারি ২০০ টাকা
ক্লাব হাউজ (উত্তর) ও প্রতিবন্ধী ৪০০ টাকা
ক্লাব হাউজ (দক্ষিণ) ৪০০ ৩২২২ টাকা
ইন্টারন্যাশনাল গ্যালারি (দক্ষিণ) ৭০০ টাকা
ইন্টারন্যাশনাল হসপিটালিটি গ্যালারি- উত্তর ৭০০ টাকা
কর্পোরেট বক্স (দক্ষিণ) ৫০০০ টাকা
কর্পোরেট বক্স গ্র্যান্ড স্ট্যান্ড ৫০০০ টাকা
আইসিসি হসপিটালিটি বক্স (দক্ষিণ) ৫০০০ টাকা
গ্র্যান্ড স্ট্যান্ড ১০০০ টাকা
ইংল্যান্ড বনাম কানাডা, ১৬ই ফেব্রুয়ারি ২০১১
খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম ফতুল্লা
পূর্ব গ্যালারি ৫০ টাকা
পশ্চিম গ্যালারি ৫০ টাকা
ক্লাব হাউজ (পূর্ব) এবং প্রতিবন্ধী ১০০ টাকা
ক্লাব হাউজ (পশ্চিম) ১০০ টাকা
ইন্টারন্যাশনাল গ্যালারি (পূর্ব) মার্কি ৩০০ টাকা
ইন্টারন্যাশনাল গ্যালারি (পশ্চিম) ৩০০ টাকা
গ্র্যান্ড স্ট্যান্ড ৫০০ টাকা
কর্পোরেট বক্স ১০০০ টাকা
ইংল্যান্ড বনাম পাকিস্তান, ১৮ই ফেব্রুয়ারি ২০১১
খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম ফতুল্লা
পূর্ব গ্যালারি ১০০ টাকা
পশ্চিম গ্যালারি ১০০ টাকা
ক্লাব হাউজ (পূর্ব) এবং প্রতিবন্ধী ৪০০ টাকা
ক্লাব হাউজ (পশ্চিম) ৪০০ টাকা
ইন্টারন্যাশনাল গ্যালারি (পূর্ব) মার্কি ৭০০ টাকা
ইন্টারন্যাশনাল গ্যালারি (পশ্চিম) ৭০০ টাকা
গ্র্যান্ড স্ট্যান্ড ১০০০ টাকা
কর্পোরেট বক্স ২০০০ টাকা
১ জানুয়ারি দর্শকদের হাতে আসল টিকিট দেওয়া হবে না।পরিবর্তে একটি রশিদ দেওয়া হবে। সেটি দেখিয়ে খেলার সাতদিন আগে স্টেডিয়াম অথবা ডাকযোগে আসল টিকিট সংগ্রহ করতে হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের টিকিট এন্ড সিটিং কমিটির চেয়ারম্যান জিএস হাসান তামিম জানান,“নকল এড়াতে শুরু থেকে টিকিট দেওয়া হচ্ছে না।”
২০১১ সালে বিশ্বকাপের মোট আটটি ম্যাচ আয়োজনের সুযোগ পেয়েছে বাংলাদেশ। দুটি কোয়ার্টার ফাইনালসহ ছয়টি ম্যাচ হবে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে। বাকি দুটি খেলা হবে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী বিভাগীয় স্টেডিয়ামে। পছন্দের ভেন্যুতে খেলা দেখার সুযোগটাও থাকছে দর্শকদের জন্য।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ২৫ হাজার ৫০০ আসন রয়েছে। দর্শকদের জন্য প্রতি ম্যাচে ১৫ হাজার টিকিট বাজারে ছাড়া হবে। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আসন থাকবে প্রায় ১৮ হাজার। দর্শকরা পাবেন ১১ হাজার টিকিট।
উদ্বোধনী অনুষ্ঠানের জন্য মোট ১২ হাজার টিকিট দর্শকদের জন্য বাজারে ছাড়া হবে। বাকি আসনগুলো বরাদ্দ দেওয়া হবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি), বিদেশি অতিথি, দেশের গণ্যমান্য ব্যক্তি এবং সাবেক ও বর্তমান ক্রিকেটারদের জন্য।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হসপিটালিটি বক্স আছে মোট ৩৭টি। যার মধ্য থেকে ১০টি আইসিসির জন্য নির্ধারিত। বাকি ২৭টি বক্স বিসিবি সরাসরি বিক্রি করবে।
প্রতিটি টিকিট ৬টি স্থানে প্রদর্শন করতে হবে। প্রথম প্রবেশদ্বার (টান্সটাইল মেশিন), দ্বিতীয় ব্লক, তৃতীয় গেইট, চতুর্থ ধাপ/গ্যালারি, পঞ্চম আসন, ষষ্ঠ সিট নং। ভলান্টিয়ার দর্শকদের দিক প্রদর্শন করবেন। দর্শকরা অনলাইন/কল সেন্টারের মাধ্যমে টিকিট বুকিং/কনফার্ম অথবা ৬৪টি জেলার আউটলেটে টিকিট কনফার্ম করার পর ভাউচার পাবেন কিন্তু মূল টিকিট পাবেন খেলার ৭ থেকে ১৫ দিন পূর্বে।
জ্বলে উঠো বাংলাদেশ
বাংলাদেশ এই লড়াইয়ে চমক দেখাবে স্বাগতিক দেশ হিসেবে এমনটা আশা করতে পারি আমরা ক্রিকেটপ্রেমীরা।শুভকামনা বাংলাদেশ ক্রিকেট দলের জন্য এগিয়ে যাক বাংলাদেশ ক্রিকেট দল ।
সর্বশেষ এডিট : ১৯ শে ফেব্রুয়ারি, ২০১১ রাত ৩:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




