এই যে আমার ইচ্ছে হলো আজ রাতে ঘুমোবো না, সারারাত কথা বলবো; এটাও কি পাগলামী কেবল? প্রিন্স যে ঘুমিয়ে থাকে রাখাইন ঘরে, মামুনের ধ্যত্ত্যারিকা ভাব; ফেরদৌস ভাইয়ের আচমকাই না হয়ে যাওয়া_ এগুলোর মধ্যে না ডুবিয়ে নাক, আমি কোন পাঠশালায় কিভাবে বেড়ে ওঠি? এই রোদ আমাকে ছুঁয়ে, আমার চোখ ছুঁয়ে, নিশ্বাসটাকে ছুঁয়ে কি আছড়ে পড়ে না বাপ্পির প্রকৌশল হলে? সন্ধ্যার নিজস্ব সুরে পিকক কিংবা সুজনের ঘরে হোঁচট, সেখানে ভেসে থাকা তানজিমের ঘ্রাণ_ এইসব ফেলে, এই শহর ফেলে আমাদের যে পালানোর সখ, তাতে কি বন্ধু শিয়ালের মতো রাত্রির কোন লেজ নেই?
[রুদ্র আরিফ: মানিকদী, ঢাকা ক্যান্টনম্যান্ট : নভেম্বর 21, 2005]

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



