আমাদের সবার প্রিয় ব্লগার,উদাসী মনের বৈরাগী প্যাঁচাল দিয়ে যিনি বলেছিলেন-চাপা মারা চলিবে কিন্তু চাপায় মারা বিপদজনক - এক সময়কার তুখোড় ব্লগার,সত্য কথনে নির্ভীক,বিভিন্ন জনের স্বঘোষিত ছোট ভাই, শ্যালিকা হরণে মত্ত জার্মান প্রবাসী ধুসর গোধুলীর বিয়ে ভেঙে গেলো।
বিভিন্ন কারনে ব্লগে অনিয়মিত হয়ে উঠা ধুসর গোধুলির মনের আকাশে সাতরঙা রংধনু উঠেছিল গতকাল।আজ গায়ে হলুদের কথা ছিল।আগামীকাল বাদ জোহর বিয়ে এবং খাওয়া দাওয়ার এন্তেজাম ছিল।গরুর চেয়ে খাসি কিনা হয়েছিল বেশি।গত এক সপ্তাহ যাবত কাঁটাল পাতা খাইয়ে ছাগলদের মোটাতাজাও করা হয়েছিল। কিন্তু
কিন্তু আজ দুপুর পর্যন্ত খবর,গায়ে হলুদের আগেই বিয়ে ভেঙে গেলো।বিয়ে ভেঙে যাওয়ার অনেকগুলো কারন বাজারে রটেছে।আপনাদের অনুরোধ - গুজবে কান দিবেন না।আমরা অতি দ্রুত বিয়ে ভেঙে যাওয়ার কারণ -ফলাফল ও পরবর্তী করণীয় নিয়ে আলাদা পোস্ট দিবো এবং সম্মিলিতভাবে আগামি বিয়ের এন্তেজাম করবো।
আপাতত: আসেন সবাই মিলে ধুসর গোধুলির ভাঙা হৃদয়ের সুস্থতার জন্য দুই হাত তুলে দোয়া করি।
সর্বশেষ এডিট : ১২ ই নভেম্বর, ২০০৭ দুপুর ২:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




