৭০র দশকঃ
স্ত্রীঃ ওগো আমি মরে গেলে তুমি কি করবে?
স্বামীঃ আমি পাগল হয়ে যাব।
স্ত্রীঃ তুমি কি তখন আরেকটা বিয়ে করবে?
স্বামীঃ পাগলে তো অনেক কিছুই করতে পারে!
৮০র দশকঃ
স্ত্রীঃ ওগো আমি মরে গেলে তুমি কি করবে?
স্বামীঃ আমি পাগল হয়ে যাব।
স্ত্রীঃ তুমি কি তখন আরেকটা বিয়ে করবে?
স্বামীঃ আমার ইহকালে আর অতটা পাগল হব না!
৯০র দশকঃ
স্ত্রীঃ ওগো আমি মরে গেলে তুমি কি করবে?
স্বামীঃ আমি মরেই যাব।
স্ত্রীঃ হ্যা গো, তুমি আমাকে এত্ত ভালোবাসো?
স্বামীঃ না ব্যাপারটা আসলে তা না।
স্ত্রীঃ ওগো তবে কি এর চেয়েও বেশি কিছু!
স্বামীঃ না না, আমি তো তোমার হাত থেকে মুক্ত হবার আনন্দেই মরে যাব!
একবিংশ শতাব্দীঃ
এখন না, পরে বলব।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





