গত কয়েকদিন থেকে হঠাৎ করেই কিছু দ্রব্যের মূল্যের উর্দ্ধগতি দেখে আমি একটু অবাক হলাম। হঠাৎ করে আবার কি হল? তারপর আস্তে আস্তে সব পরিষ্কার হয়ে গেল, যখন গত কয়েকদিনের পত্রিকাগুলোতে বাজেট নিয়ে তার আবোল তাবোল ভাবনা এবং অতিব মূল্যবান(??) দিক নির্দেশনা সম্পর্কে জানতে পারলাম। তিনি বিভিন্ন সময়ে বাজেটে কি কি দ্রব্যের উপর শুল্ক আরোপ, মওকুফ, বৃদ্ধি ও হ্রাস হতে পারে তা নিয়ে স্বপ্রণোদিত হয়ে সংবাদ মাধ্যমগুলোকে বিভিন্ন তথ্য দিয়ে সমৃদ্ধ করেছেন এবং হয়তঃ তাঁর অজ্ঞাতে সুযোগসন্ধানি ব্যবসায়ীদেরকে জনগণের পকেট খালি করার পথ বাতলে দিয়েছেন। এধরণের অপেশাধারী মনোভাব আমরা অন্ততঃ রাষ্ট্রের একজন পদাসীন মন্ত্রীর নিকট আশা করিনা।
আমার সীমিত জ্ঞানে যতটুকু জানি, বাজেট প্রকাশিত না হওয়া পর্যন্ত একটি অতিগোপনীয় সরকারী দলিল। ঘোষণা দেয়ার আগে সেই দলিলের গোপন অংশ কতটা প্রকাশ করা যায় কিংবা এটা কতটুকু উচিৎ বা অনুচিৎ সেটা যদি উনি আমাদেরকে বলে দিতেন তবে বড়ই প্রীত হতাম এবং আমাদের জ্ঞানের ভান্ডারো তাতে সমৃদ্ধ হত। সরকারের পদাসীন ব্যাক্তির এহেন কান্ডজ্ঞানহীন আচরণের ফলে জনগণের অনেক বেশি ব্যায়ভার বহন করতে হচ্ছে।
তাছাড়া কিছু দুর্নীতিবাজ সরকারী কর্মকর্তার যোগ সাজসেও অনেক ব্যাবসায়ী বাজেটের স্পর্শকাতর তথ্য আগাম জেনে যাচ্ছে; ফলে তৈরি হচ্ছে নানা রকম জটিলতা। যেমনটা হয়েছে গাড়ি আমদানীর ক্ষেত্রে। তার আগেই জানতেন যে এবারের বাজেটে গাড়ির উপর কর বাড়ানো হবে। ফলে আগাম কম দামে গাড়ি কিনে আনলে দাম বাড়ার ফলে বেশি দামে বিক্রি করে অধিক মুনাফা অর্জন করা যাবে। তাইতো চিটাগাং ও খুলনা বন্দরে গাড়ি ধারণের তিল পরিমাণ জায়গা ছিলো না এবং এখন হঠাৎ করেই গাড়ির শোরুম গুলো থেকেও সব গাড়ি উধাও হয়ে গেছে। আর যারা কিনছেন অধিক মূল্যে কিনছেন। সিগারেটের ক্ষেত্রেও তাই হয়েছে। বেনসন প্রতি শলাকা প্রতি ১টাকা বৃদ্ধি পেয়েছে, অথচ বাজেট এখনো ঘোষণাই হয়নি। সত্যিই সেলুকাস, কি বিচিত্র এই দেশের সরকার আর কি বিচিত্র এই দেশের ব্যাবসায়ী সম্প্রদায়। দাম বাড়ানোর গন্ধ পাওয়া মাত্র দ্বিগুণ তিনগুন বর্ধিত দামে বিক্রি করে আর যদি আল্লহর কোন অশেষ রহমতে দাম একটু কমেও তাতে তাদের হাহুতাশ আর দেখে কে! তারা তখনও সেই বর্ধিতহারেই বিক্রি চালিয়ে যায়। আর সরকারও স্বাক্ষী গোপালের ভূমিকায় অবতীর্ণ হয়। হায় কবে আমরা এই দুষ্ট চক্র থেকে মুক্ত হব? কবে আমরা দেশ প্রেমিক হব? কবে আমরা একটি সভ্য জাতি হব?
ধন্যবাদ সবাইকে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





