একা এক নিঃসঙ্গ রাতে
নিঝুম এক শান্ত পরিবেশে,
ঘুরছি শহরের পথে পথে
দেখছি এক নতুন রূপ।
হঠাৎ দেখি ফুটপাতের উপর
শুয়ে আছে এক কুকুর,
পাশে বসে আছে বৃদ্ধ এক
একা,তাকে দেখার কেউ নেই।
হয়তো সারাদিন সে পায়নি খেতে
ক্ষুধার তীব্র জ্বালায়
পারছে না ঘুমাতে।
আর এই জ্বালার উপর চলছিলো
প্রকৃতির আর এক অত্যাচার,
মাঘের হাড় কাপানো হিমেল হাওয়া আর কুয়াশা
ক্রমশঃ নিঃশেষ করে দিচ্ছিল
ঐ আশ্রয়হীনের অবশিষ্ট শক্তি।
বৃদ্ধর ঐ অবস্থা দেখে
কেঁদে উঠলো মন,
পরদিন রাতে
নিয়ে সামান্য কাপড়
গেলাম ঐ ফুটপাতে
দেখি কুকুরটি আগের মতোই শুয়ে আছে,
বৃদ্ধটি নেই বসে।
কেঁপে উঠলো মন
পুরো রাস্তা খুঁজেও
পেলাম না তার দেখা।
অনেক কষ্টে জেনেছেলাম
সে চলে গেছে,
দূরে,বহুদূরে,এক অচিন দেশে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




