কবিতায় কি লিখবো?
যখন চারপাশে দেখি
স্বজন হারানোর চিৎকার,
আগ্রাসী ঐ হানাদারের
নির্দয় বোমাবর্ষন।
কবিতায় কি লিখবো?
যখন দেখি মানবতার মুক্তির নামে
মানবতার চরম অপমান,
মানুষের ক্ষুদ্র অধিকারকে
বোমা মেরে হত্যা করা।
কবিতায় কি লিখবো?
যখন বিশ্ববাসীর প্রবল আপত্তি উপেক্ষা করে
নিজ স্বার্থ উদ্ধারের এক অসৎ পায়তারা।
কবিতায় কি লিখবো?
যখন দেখি জনতার ভোটে নির্বাচিত প্রতিনিধি
জনতার কথা না মেনে
নিজ মতকে অসৎভাবে প্রতিষ্ঠা করে,
নিজেকে নিরাপদ দুরত্বে রেখে
নিরীহ সৈন্যকে অন্যায় সমরে
জীবন দিতে পাঠায়।
কবিতায় কি লিখবো?
যখন দেখি সংবাদমাধ্যম নিজেদের দায়িত্ব ভুলে
প্রভুদের খুশি করার জন্য
মিথ্যা সংবাদ প্রচার করে।
দুনিয়ার বুকে এত অন্যায়,অত্যাচার দেখে
কবিতা লেখার এ কলম চলতে চায় না,
খাতার বুকে কালো রঙের ঐ অক্ষরগুলি
আর আঁকতে চায় না।
মনে হয় ঐ কালিগুলি
নিরীহ মানুষগুলির শুকিয়ে যাওয়া
নিষ্পাপ রক্ত।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




