প্রথমে ধন্যবাদ দিচ্ছি কতৃপক্ষকে প্রথম পাতায় আসার সুযোগ দেবার জন্য।
এই ব্লগে কেমন কেমন লেখকে পদাচারণা তা জানা নেই-----?
তবে আমার মত এমন এক জনের জায়গা এই ব্লগে হবে কিনা তা বলাই ব্হুল্ল। আমি আমার একান্ত কিছু কথা লিখার জন্য এখানে নিক নিয়েছি, যা একান্ত আমার নিজের জীবনের কথা--------- ?
নতুন পিসি এবং নতুন নেট সংযোগ নিয়েছি। নেট ব্যবহার করতাম ক্যাফেতে তাই ব্লগ লিখার ইচ্ছাও হয়ে উঠতো না। এখন থেকেই নিয়মিত লিখার প্রত্যয় রইল।
আমি সম্পুন্য অন্য একটা জগতের বাসিন্দা যে জগত কে এই সমাজের সুশিল সামাজ স্বকৃতি দেয়না, দেখে ঘৃণার চোখে। ক্রমশ স্পষ্ট হবে সেই জগতটার ছবি।
আমি স্বশিক্ষিত, অর্থনিতিতে অনার্স করছি ঢার একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়ে।
জীবন থেকে আমি ক্রমশ খয়ে যাচ্ছি.....
আমার ভুবনটা এই আলোময় ভুবনের বড্ড অন্ধকার, সে এক অন্য জগত।
কোন একদিন হয়তো বেওয়ারিশ হিসেবে দাফন হব আজিম পুরে সেই প্রতিক্ষা প্রতি নিয়ত।
সর্বশেষ এডিট : ১৩ ই জানুয়ারি, ২০০৮ রাত ১১:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




