কথা ছিলো ঈদ সংখ্যা নামে সামহোয়্যার ব্লগের একটা বিশেষ রূপ তুলে ধরার। সীমাবদ্ধতার কারণে সেটা বোধহয় আমলাতান্ত্রিক জটিলতায় "ফাইল বন্দী" হয়ে এই টেবিল সেই টেবিল করছে এখন। তো আমরা কি আর কেউ রাঁধবে না বলে মুখ বেঁধে রাখবো, খাবো না?
অবশ্যই খাবো! মন্ডা-মিঠাই, গুড়ের পায়েশ, কালিজিরা চালের ফিরণী, খাসির রেজালা, মুরগীর কুর্মা- যা পাই তাই খাবো। তো আর প্রতিক্ষা কেনো!
উন্মুক্ত করে দিন যারযার নিজের ভান্ডার। ঝটপট লিখে ফেলুন কে কী করলেন [গাঢ়]"আজিকার এই ঈদের দিনে"[/গাঢ়], কীভাবে কাটিয়ে দিলেন ঈদের দিনটি। আগের বছর গুলোর সেরা কোন ঈদের স্মৃতি, কোন মুহুর্ত, কারো সাথে কাটানো জীবনের সবচেয়ে সেরা সময়, এগুলোই বা বাদ যাবে কেনো!
আমি নিশ্চিত টুকরো টুকরো, মন্তব্যাকারে উপস্থাপন করা এই লেখাগুলোই হবে সামহোয়্যারের এ যাবত কালের সেরা লেখা।
বিশ্বাস হয় না? ঠিকাছে ধরেণ বাজী!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

