মানুষ স্বপ্ন দেখে-
স্বপ্ন মানুষকে বাঁচতে শেখায়
বাঁচার জন্যই মানুষ স্বপ্ন দেখে
স্বপ্ন কদাচিৎ হয় মহানন্দের
যখন তা বাস্তব রূপে দৃষ্ট হয়।
অবাস্তব স্বপ্ন পরিণত হয় দুঃস্বপ্নে
নেমে আসে তখন সীমাহীন লঞ্ছনা।
জীবন হয় যন্ত্রণা দগ্ধ দুর্বিসহ
কল্পনার সব ছবি নীল হয়ে ওঠে
রঙ্গীন পৃথিবী লাগে ধূসর
সমুদ্র হয়ে উঠে মরুময়
আনন্দ স্মৃতি রূপ নেয় সীমাহীন যাতনায়
স্বাপি্নক আর্বিভূত হয় কক্ষচু্যত নক্ষত্র রূপে।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



