
পত্রিকা পড়ার ঝোঁক ছিল একসময়। প্রতিদিনের পত্রিকা তো বটেই, পুরোনো পত্রিকাও লাইন টু লাইন পড়তাম। অনেকেই ক্ষেপাত। বলত, পত্রিকা মুখস্থ করছি কি না।
মুখস্থ না করলেও মুখস্থর কম ছিল না। কোন জায়গায় কী আছে ফটাফট বলে দিতে পারতাম। সাহিত্যপাতা ছিল প্রথম পছন্দ। তারপর বিনোদন এবং খেলাধুলা। একসময় কলাম পড়তে ভালো লাগত। ‘প্রথম আলো’ পড়া হতো। এখানে সোহরাব হাসান, সৈয়দ আবুল মকসুদ, মিজানুর রহমানের লেখাগুলো মন্ত্রমুগ্ধ হয়ে পড়তাম। আরও অনেকের লেখা ভালো লাগত।
‘প্রথম আলো’ ছাড়াও ‘বাংলাদেশ প্রতিদিন’, ‘ইত্তেফাক’, ‘সংবাদ’, ‘সমকাল’, ‘যুগান্তর’ পড়া হতো। ‘যায় যায় দিন’, ‘নয়া দিগন্ত’, ‘আমার দেশ’ এর সাহিত্য পাতাও পড়া হতো।
এখন কাগুজে পত্রিকা তেমন পড়া হয় না। ফেসবুকে বিভিন্ন পত্রিকার অনলাইন ভার্সনে লাইক দেওয়া। নিউজফিডে আসে। পড়ি। লোকজনের মতামত দেখি, নিজেও মতামত দেই। কাগুজে পত্রিকা পড়ার দরকার পড়ে না।
আজকে জাতীয় একটা পত্রিকায় চোখ বুলালাম। সাহিত্য পাতায় ঢুঁ মারলাম। হঠাৎ মনে হলো, বড়ো লেখা পড়তে ইচ্ছে করে না। কবিতাই ভালো। পড়ার পর মনে মনে চিন্তা করা যায়, নিজের মতো ব্যাখ্যা দাঁড় করানো যায়। যদিও গল্পও ভালো লাগে। কিন্তু পড়ার মতো ধৈর্য কই? খেয়াল করলাম, সব পানসে লাগছে।
সর্বশেষ এডিট : ১৮ ই জুন, ২০২৪ সকাল ১০:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




