
ছবি: ইন্টারনেট
তোমাদের শহরে প্রেমে পড়া বারণ,
ভীষণরকম বারণ। চুমু খাওয়া
তো পাপ। যদি জিগ্যেস করি, কী কারণ?
এখানে কেন এই বৈরী আবহাওয়া?
হাতও ধরা যায় না? একসাথে হাঁটা,
অপলক চেয়ে থাকাটাও বুঝি পাপ?
পথের ধারে কেন বিছিয়ে রাখো কাঁটা?
একটু করবে সভ্যতার পরিমাপ?
সদুত্তর কই? উচ্ছন্নে যায় সমাজ?
মহাপ্রলয় ঘটছে কি তৎক্ষনাৎ?
থেমে যায় বলো জাগতিক যত কাজ?
গভীর শোকে ধরিত্রী করে আর্তনাদ?
অথচ ভণ্ডরা চলছে বুক ফুলিয়ে,
দুর্নীতিবাজরা করছে পুকুর চুরি;
মাথাব্যথা দেখি না ধর্ষকদের নিয়ে-
অন্যের পেটে নিত্য মারছে যারা ছুরি
তাদের নিয়েও নেই কোনো আহামরি
ভাবনা, ভীষণ আজব তোমাদের মন,
পরনে কাপড় নেই অথচ পাগড়ি
মাথায় জোরে বয়ান ছাড়ো সারাক্ষণ।
২১ আশ্বিন ১৪২৮ বঙ্গাব্দ
সর্বশেষ এডিট : ০৯ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



