নির্বাচনের সময় ঘনিয়ে আসছে,
তেরো সাল যেন ফিরে এল আবারও;
রাজনীতিকদের দৌড়ঝাঁপ বাড়ছে-
বাড়ছে তাদের হিংস্রতার পরিধিও।
আবার হয়েছে শুরু আগুন সন্ত্রাস,
দিনদুপুরে গাড়িতে লাগাচ্ছে আগুন;
ভাঙচুরও করা হচ্ছে বীরদর্পে বাস-
নিরীহ মানুষদের করা হচ্ছে খুন।
আহতও হচ্ছে অগণিত দিনদিন,
হাসপাতাল-ক্লিনিক দীর্ঘশ্বাসে ভারি;
শোধ করছে এদেশে জন্মাবার ঋণ,
এমন দুর্ভোগ তো খেসারত তারই!
ঘর থেকে বের হওয়া হয়েছে জ্বালা,
আদৌ নিরাপদে ফেরা হবে কি না ঘরে;
দুশ্চিন্তায় পরিবার সর্বদা উতলা,
না ফেরা পর্যন্ত তারা ছটফট করে।
না বেরিয়েও উপায় নেই যে একটু,
অবৈধ সম্পদ নেই যে খাবে পা তোলে;
কাজ না করলে জুটবে না অন্ন দুটো;
উদরটা কি আর হিতোপদেশে ভোলে?
এভাবেই রাজায় রাজায় লড়াইয়ে
উলুখাগড়ার প্রাণ যায়, দীর্ঘকাল
মানবজীবন চলছে যে এ উপায়ে-
সমানাধিকারের ভীষণই আকাল।
যারাই আসবে সব লুটেপুটে খাবে,
তাদের সন্তান পাড়ি দেবে দূরদেশে;
দীনহীন চিরদিন দুর্ভোগ পোহাবে,
সংসার জীবন চলবে যে কায়ক্লেশে।
দশ টাকার জিনিস বিশ করে কিনে
বাসায় এসে করবে তারা হা-হুতাশ,
পরদিন ফের অনিশ্চিত এ জীবনে
কী পেলাম, না পেলাম করবে বাহাস।
হয়তো একদিন হঠাৎ ছোড়া গুলিতে
নিভবে প্রাণপ্রদীপ, তারপর আর
থাকবে না খেদোক্তি; নিষ্ঠুর পৃথিবীতে
ক্ষত রয়ে যাবে, সইল যে অত্যাচার।
১৬ কার্তিক ১৪৩০ বঙ্গাব্দ
মহাখালী ওয়ারলেস, ঢাকা।
সর্বশেষ এডিট : ০১ লা নভেম্বর, ২০২৩ সকাল ১১:০৯