
প্রতিদিন সূর্য ওঠে, ফের অস্ত যায়;
পূর্ব আকাশ থেকে পশ্চিম সীমানায়।
প্রতিদিন পুষ্প ফুটে, ফের ঝরে যায়;
প্রস্ফুটিত বন ঢেকে থাকে কুয়াশায়।
প্রতিদিন শুরু হয় প্রকৃতির কাজ,
মানুষেরা লেগে থাকে ভুলে ভয়, লাজ!
প্রতিদিন দূর বনে ডেকে যায় পাখি,
বেলাশেষে ফেরে ওরা নীড়ে থাকি থাকি।
বদলায় না কিছুই, সব চিরায়ত;
বদলে যায় মানুষ, মানুষের মত্।
প্রতিদিন জন্ম নেয় কত জীব, প্রাণী,
হেসে খেলে পাড়ি দেয় ভব তরঙ্গিণী-
থামে সব একদিন ঝোড়ো সমীরণে,
পড়ে থাকে স্মৃতি শুধু মানুষের মনে।
২৩ কার্তিক ১৪১৯ বঙ্গাব্দ
ছবি: সংগৃহীত
সর্বশেষ এডিট : ৩০ শে আগস্ট, ২০২৫ রাত ৮:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


