
একদিন, দুইদিন নয়; একমাস,
দুইমাসও নয়- পাক্কা পাঁচটা মাস
উত্তর থেকে দক্ষিণে বয়েছে বাতাস,
নদীর স্রোত গৌরব করেছে প্রকাশ।
পথিকের মন কত হয়েছে উদাস,
মড়ার গোরের ওপর উঠেছে ঘাস;
নরনারীর প্রেমের হয়েছে বিকাশ,
ভেঙেছে; কান্নায় ভারী হয়েছে বাতাস।
কেটে গেছে দিনগুলো নানা ভাবনায়,
এ সময়ে করা হয়নি কাজের কিছু-
সময় গেছে ভালো কিছুর অপেক্ষায়;
অথচ দুর্ভোগ ছাড়েনি আমার পিছু।
জীবন আমাকে নিয়ে হেসে কুটিকুটি,
এ সময়ে কবিতাও নিয়েছিল ছুটি।
৫ই অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ এডিট : ২০ শে নভেম্বর, ২০২৫ রাত ৮:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


